সাবা আনজুম করিম
সাবা আনজুম করিম (ইংরেজি: Saba Anjum Karim) (জন্মঃ ১২ জুন ১৯৮৫, ভোপাল) হলেন একজন ভারতীয় মহিলা হকি দলের সদস্য। তিনি ২০০২ সালে ম্যানচেষ্টারে কমনওয়েলথ গেমসের হকি প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।
![]() | ||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম |
ভূপাল, মধ্য প্রদেশ, ভারত | ১২ জুন ১৯৮৫|||||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | |||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||
২০০০-বর্তমান | ভারত | ২০০ (৯২) | ||||||||||||||||||||||||||
পদক রেকর্ড
|
তিনি প্রথম ২০০০ সালে ১৮ এএইচএফ কাপে ভারতের হয়ে খেলেন। এছাড়াও খেলার মানোন্নয়নের জন্য তানভির আলীকে কোচ হিসেবে নিযুক্ত করা হয়।[1] ১ নভেম্বর তাকে "ছত্তিসগড় শীর্ষ গুনদাধুর ক্রীড়া পুরস্কার" দিয়ে সম্মানিত করা হয়। বার্ষিক পুরস্কার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ক্ষেত্রে সম্মান এনেছেন এমন ব্যক্তিদের দেওয়া হয়। পুরস্কার নগদ ১ লাখ টাকার পুরস্কার এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্রসহ পুরস্কৃত করা হয়।
তথ্যসূত্র
- "From gali hockey player, Saba Anjum rises to highest triumph"। DNA India। ৩০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.