সাবরিনা (ওয়েব ধারাবাহিক)
সাবরিনা একটি বাংলাদেশী ওয়েব ধারাবাহিক, যা নির্মাণ করেছেন আশফাক নিপুণ।[1] এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী[2], নাজিয়া হক অর্ষা এবং রুনা খান।[3] ২০২২ সালের ২৫ মার্চ হইচই-এ মুক্তি পায় এটি।[4]
সাবরিনা | |
---|---|
ধরন | নাটক রোমাঞ্চকর |
নির্মাতা | আশফাক নিপুণ |
সুরকার | জাহিদ নিরব |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৮ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
সম্পাদক | জুবায়ের আবির পিয়াল |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | হইচই |
মূল মুক্তির তারিখ | ২৫ মার্চ ২০২২ |
পটভূমি
নাজিয়া হক অর্ষা সাবরিনার চরিত্রে অভিনয় করেছেন যে তার সাহসকে পুড়িয়ে ছাই করার চেষ্টায় একজন দুষ্কৃতকারীর দ্বারা পুড়িয়ে ফেলা হয়েছিল। মেহাজাবিন চৌধুরী সাহসী ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। তার নামও সাবরিনা, তিনি দগ্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য তাকে ন্যায়বিচার দিতে চেষ্টা করছেন।[5]
— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
অভিনয়ে
পর্ব
নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|
১ | "অদৃষ্টের পরিহাস" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
২ | "গোলকধাঁধা" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
৩ | "গা ঢাকা" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
৪ | "গুড়ে বালি" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
৫ | "নগদ নারায়ণ" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
৬ | "কিংকর্তব্যবিমুঢ়" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
৭ | "খন্ড প্রলয়" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
৮ | "অগ্নিপরীক্ষা" | আশফাক নিপুণ | আশফাক নিপুণ | ২৫ মার্চ ২০২২ |
মুক্তি
২০২২ সালের ৮ মার্চ হইচই ধারাবাহিকের টিজারটি দ্য ডেইলি স্টার-এ এস মাহমুদ হলে মুক্তি পায়।
তথ্যসূত্র
- "Who is Sabrina?"। The Daily Star। ৩ মার্চ ২০২২।
- "Mehazabien in Nipun's web series 'Sabrina'"। Bangladesh Post। ৩ মার্চ ২০২২।
- "Mehazabien, Nazia to debut on Hoichoi with 'Sabrina'"। The Business Standard। ৯ মার্চ ২০২২।
- "Hoichoi shares teaser of women centric web series 'Sabrina'"। The Business Post। ৯ মার্চ ২০২২।
- "Ashfaq Nipun's 'Sabrina' to hit 'Hoichoi' on 25 March"। The Business Standard। ১৯ মার্চ ২০২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.