সাবরাং ইউনিয়ন
সাবরাং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
সাবরাং | |
---|---|
ইউনিয়ন | |
৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ | |
সাবরাং সাবরাং | |
স্থানাঙ্ক: ২০°৪৭′৩৫″ উত্তর ৯২°১৮′৫৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | নূর হোসেন |
আয়তন | |
• মোট | ৬৩.০৬ বর্গকিমি (২৪.৩৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৬,৫১২ |
• জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৯.৫৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
এনজিও কার্যক্রম
শেড, এসিএফ, সুশীলন, এনজিও ফোরাম, ব্র্যাক, দুঃস্থ স্বাস্থ্য সংস্থা, রুম টু রিড, কোডেক, আরটিএমআই
স্বাস্থ্য ব্যবস্থা
সাবরাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
আয়তন
সাবরাং ইউনিয়নের আয়তন ১৫,৫৮২ একর (৬৩.০৬ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাবরাং ইউনিয়নের লোকসংখ্যা ৪৬,৫১২ জন। এর মধ্যে পুরুষ ২৪,০৯২ জন এবং মহিলা ২২,৪২০ জন।[1]
অবস্থান ও সীমানা
টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সর্ব-দক্ষিণে সাবরাং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে টেকনাফ সদর ইউনিয়ন, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগরের মাঝে সেন্টমার্টিন ইউনিয়ন এবং পূর্বে নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সাবরাং ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ।[2]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | মুণ্ডার ডেইল, ফতে আলীপাড়া, কুরাবুইজ্যাপাড়া, চান্দলীপাড়া, বেইঙ্গাপাড়া, উত্তর নয়াপাড়া, বাহারছড়া |
২নং ওয়ার্ড | হাদুরছড়া, খুরের মুখ, আলীর ডেইল, গুচ্ছগ্রাম, কোয়াংছড়িপাড়া, আশ্রয়ণ, করাচিপাড়া, রুহুল্যার ডেপা |
৩নং ওয়ার্ড | কাটাবনিয়া, কচুবনিয়া, হারিয়াখালী |
৪নং ওয়ার্ড | মণ্ডলপাড়া, পানছড়িপাড়া, সিকদারপাড়া, খয়রাতিপাড়া, বাজারপাড়া, মগপাড়া |
৫নং ওয়ার্ড | লেজিরপাড়া, পেণ্ডলপাড়া, আছারবনিয়া, ডেগিল্যারবিল, ডেইলপাড়া |
৬নং ওয়ার্ড | ঝিনাপাড়া, পুরানপাড়া, নোয়াপাড়া, ঘোলাপাড়া, লাফারঘোনা |
৭নং ওয়ার্ড | শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, ঘোলারপাড়া, মাঝেরপাড়া, হাজীপাড়া |
৮নং ওয়ার্ড | শাহপরীরদ্বীপ উত্তরপাড়া, ডাঙ্গারপাড়া, ডেইলপাড়া, কোনারপাড়া |
৯নং ওয়ার্ড | শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, বাজারপাড়া, মিস্ত্রিপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সাবরাং ইউনিয়নের সাক্ষরতার হার ১৯.৫৪%।[1] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- সাবরাং উচ্চ বিদ্যালয়[3]
- প্রাথমিক বিদ্যালয়
- আলীর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটাবনিয়া ও কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চান্দলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাঙ্গরপাড়া রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুণ্ডার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহপরীরদ্বীপ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাবরাং কমিউনিটি সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়[4]
যোগাযোগ ব্যবস্থা
সাবরাং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম বাস ও সিএনজি চালিত অটোরিক্সা ও বাস।
খাল ও নদী
সাবরাং ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে নাফ নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং পশ্চিম পাশে রয়েছে বঙ্গোপসাগর।
হাট-বাজার
সাবরাং ইউনিয়নের প্রধান ৭টি হাট-বাজার হল সিকদারপাড়া বাজার, ডেগিল্লারবিল বাজার, নোয়াপাড়া বাজার, চান্দলী বাজার, হারিয়াখালী বাজার, শাহপরীরদ্বীপ বাজার এবং মিস্ত্রী পাড়া বাজার।
দর্শনীয় স্থান
- সাবরাং ট্যুরিজম পার্ক
- খুরের মুখ সৈকত
- নাফ নদীর তীরস্থ নোয়াপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন পরিবেশ টাওয়ার
- শাহপরীর দ্বীপ ও জেটিঘাট
- নাফ নদীর মোহনা
- বঙ্গোপসাগর[5]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: নূর হোসেন[6]
আরও দেখুন
তথ্যসূত্র
- "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সাবরাং ইউনিয়ন - সাবরাং ইউনিয়ন"। subrangup.coxsbazar.gov.bd। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - সাবরাং ইউনিয়ন - সাবরাং ইউনিয়ন"। subrangup.coxsbazar.gov.bd। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=04%5B%5D
- "দর্শনীয়স্থান - সাবরাং ইউনিয়ন - সাবরাং ইউনিয়ন"। subrangup.coxsbazar.gov.bd। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- "সাবরাং ইউপি নির্বাচনে ৯১ ভোটের ব্যবধানে নুর হোসেন চেয়ারম্যান নির্বাচিত - TeknafNews71.om"।