সাবগ্রাম ইউনিয়ন
সাবগ্রাম ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।
সাবগ্রাম ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২ নং সাবগ্রাম ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | বগুড়া সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ ফরিদ |
আয়তন | |
• মোট | ২০ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১৯,১৯০ |
• জনঘনত্ব | ৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান
বগুড়া শহর হতে বগুড়া-সারিয়াকান্দি সড়কের দক্ষিণ পাশে সাবগ্রাম ইউনিয়ন অবস্থিত। সাবগ্রাম ইউনিয়নের সাথে বগুড়া পৌরসভা, রাজাপুর ইউনিয়ন এবং গাবতলী উপজেলার সীমান্ত আছে।বগুড়া শহর থেকে এর দূরত্ব ৫ কিলোমিটার।[1]
যোগাযোগ
বগুড়া শহর থেকে সাবগ্রামে আসার জন্য প্রধানত দুটি সড়ক ব্যবহৃত হয়। সেগুলো হলো চেলোপাড়া-চন্দনবাইশা সড়ক ও চেলোপাড়া-সারিয়াকান্দি সড়ক । এছাড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে বগুড়ার বনানী হয়ে ঢাকা থেকে সাবগ্রামে আসা যায়।
আয়তন
ইউনিয়নের মোট আয়তন ২০ বর্গকিলোমিটার।[1]
জনসংখ্যা
ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯১৯০ জন।[1]
প্রশাসনিক কাঠামো
সাবগ্রাম ইউনিয়নে মোট ৯টি গ্রাম ও ৯টি মৌজা রয়েছে।[1]
শিক্ষা ব্যবস্থা
ইউনিয়নের সাক্ষরতার হার ৫২%। ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা[1]
- মাধ্যমিক বিদ্যালয়১ টি ( কুদরতিয়া উচ্চ বিদ্যালয়)
- মাদ্রাসা ৭ টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ টি এবং
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১ টি
হাট-বাজার
১। সাবগ্রাম হাট: এই হাট বহু পূর্বে থেকে বসে আসে।এই হাটের হাটবার শনিবার ও মঙ্গলবার।এই দুইদিন বৃহৎ পরিসরে পন্য কেনাবেচা হয়। অন্যদিন স্বাভাবিক বেচাকেনা হয়। এখানে পুরাতন সাইকেল, রিক্সা ও ভ্যান বিক্রির জন্য বিশেষ স্থান বরাদ্দ আছে যা "সাইকেল হাট" নামে পরিচিত। এছাড়াও ঈদ উল আযহা উপলক্ষে সাবগ্রামে গবাদি পশু কেনাবেচার হাট বসে।
২। অদ্দিরগোলা বাজার[2] অদ্দিরগোলা বাজার অপেক্ষাকৃত নতুন।এটি অদ্দিরগোলা গ্রামে অবস্থিত। প্রতিদিন এখানে বেচাকেনা হয়।
জনপ্রতিনিধি
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ড থেকে নয়জন সদস্য ও তিনজন নারী সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
ধর্মীয় উপাসনালয়
সাবগ্রাম ইউনিয়নে ৩৫টি মসজিদ, ৫টি মন্দির ও ২টি ঈদগাহ রয়েছে।[1]
তথ্যসূত্র
- "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- "হাট-বাজার"। shabgramup.bogra.gov.bd। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।