সাপাহার সরকারি কলেজ
সাপাহার সরকারি কলেজ রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি কলেজ।[3]
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৭৩ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
আচার্য | আবদুল হামিদ |
অধ্যক্ষ | প্রফেসর মোঃ মুজিবুর রহমান[1] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩১ জন (প্রায়) |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩৪ জন (প্রায়) |
শিক্ষার্থী | ৪,০০০ জন (প্রায়) |
ঠিকানা | , ২৫°১৩′০৬.২″ উত্তর ৮৮°৫৫′২৯.৫″ পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা, ইংরেজি |
কলেজ কোড | ২৪০৬[2] |
কলেজ ইআইআইএন | ১২৩৮২৫ |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সাপাহার সরকারি কলেজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে কলেজটি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয়করণ করেন।
অবস্থান
কলেজটি সাপাহার সদর উপজেলা শহরের মধ্যেই অবস্থিত।
অবকাঠামো
সাপাহার সরকারি কলেজ এর ৩ টি ভবন রয়েছে। এছাড়াও একটি মহিলা হোষ্টেল এবং একটি পুরুষ হোষ্টেল রয়েছে। কলেজের ভিতরে সুবিশাল মাঠ, একটি মসজিদ এবং একটি পুকুর রয়েছে।
অনুষদসমূহ
কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শাখায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৪ বছর মেয়াদী স্নাতক পড়ার ও সুযোগ রয়েছে।
তথ্যসূত্র
- http://www.sapgc.edu.bd/2015-11-27-05-32-32/2015-11-27-06-07-08.html
- http://www.nubd.info/college/college.php?code=2406
- "সাপাহার সরকারি কলেজ, নওগাঁ - হোম"। www.sapgc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.