সাপাহার ইউনিয়ন
সাপাহার ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
সাপাহার | |
---|---|
ইউনিয়ন | |
সাপাহার ইউনিয়ন পরিষদ | |
সাপাহার সাপাহার | |
স্থানাঙ্ক: ২৫°৭′২০″ উত্তর ৮৮°৩৫′৩৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | সাপাহার উপজেলা |
আয়তন | |
• মোট | ২৫.৫ বর্গকিমি (৯.৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৭,২০০ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৪১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন সাপাহার ইউনিয়ন বরেন্দ্র ভূমি এর প্রাণকেন্দ্রে অবস্থিত। এর পশ্চিমে শিরন্টি ইউনিয়ন ও গোয়ালা ইউনিয়ন , দক্ষিণে তিলনা ইউনিয়ন । পূর্ব দিকে পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন এবং উত্তরে পত্নীতলার নিরমইল ইউনিয়ন অবস্থিত। ভূ-তাত্বিকভাবে উক্ত এলাকাটি বরেন্দ্রীয় উচ্চ ভূমির অন্তর্গত। এখানে মাঠ বন্ধুর এবং আবহাওয়া রুক্ষ এবং উষ্ণ প্রকৃতির।
প্রশাসনিক এলাকা
সাপাহার ইউনিয়ন ৯টি ওয়ার্ড , ২৫ টি মৌজা ও ৭৯টি গ্রাম নিয়ে গঠিত।
আয়তন ও জনসংখ্যা
সাপাহার ইউনিয়নের আয়তন ২৫.৫ বর্গ কিঃমিঃ । বাংলাদেশ সরকারের ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী উক্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭২০০ জন। তৎমধ্যে পুরুষ ১৩৬২০ জন ও নারী ১৩৮৫০ জন।
শিক্ষা
বর্তমান সময়ে সাপাহার ইউনিয়ন শিক্ষাদীক্ষায় নওগাঁ জেলার অন্যতম অগ্রসর এলাকা। জেলার অন্যান্য এলাকা থেকে শতশত ছাত্র-ছাত্রী শিক্ষা অর্জনের জন্য সাপাহারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত রয়েছে । শিক্ষা-সংস্কৃতি চর্চায় সাপাহার এখন নওগাঁ জেলার পশ্চিমাঞ্চলের কেন্দ্রীয় হাব এ পরিণত হয়েছে।
শিক্ষার হার : ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী সাপাহার ইউনিয়নের শিক্ষার হার ৫২.৪১% ( পুরুষ ৫৫.৪৪% ও নারী ৪৮.৭৩% ) শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
দিবর দিঘি সাপাহারের একটি মন মুগ্ধকর স্থন
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
১। আঃ নুর - শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ২। উমার আলী - মুক্তিযোদ্ধা
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মো: আকবর আলী। মোঃ সাদেকুল ইসলাম
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সাপাহার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- "সাপাহার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।