সান সালভাদোর
সান সালভাদোর (স্পেনীয়: San Salvador) মধ্য আমেরিকার রাষ্ট্র এল সালভাদোরের রাজধানী ও সর্বাধিক জনবহুল নগরী। প্রশাসনিকভাবে এটি সান সালভাদোর নামক দেপার্তামেন্তোর (জেলার) প্রধান নগরী।[6] এটি দেশটির রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনীতির কেন্দ্র।[7] সান সালভাদোর মহানগর এলাকাটিতে মূল সান সালভাদোর নগরীসহ আরও ১৩টি পৌরসভা অবস্থিত, যার মোট জনসংখ্যা ২৪ লক্ষেরও বেশি।
সান সালভাদোর | |
---|---|
জাতীয় রাজধানী | |
সান সালভাদোর নগরী | |
পতাকা প্রতীক | |
নীতিবাক্য: Nuestra Capital – 2011 Ibero-American Capital of Culture | |
Interactive map outlining San Salvador | |
San Salvador San Salvador San Salvador | |
স্থানাঙ্ক: ১৩°৪১′৫৬″ উত্তর ৮৯°১১′২৯″ পশ্চিম | |
দেশ | এল সালভাদোর |
দেপার্তামেন্তো | সান সালভাদোর |
মহানগর | সান সালভাদোর মহানগর এলাকা |
প্রতিষ্ঠা | ১৫২৫ |
প্রতিষ্ঠাতা | পেদ্রো দে আলভারাদো |
নামকরণের কারণ | স্মৃতিসৌধের উপরে স্থাপিত দৈব পরিত্রাতা |
সরকার | |
• ধরন | Democratic Republic |
• নগরপ্রধান | মারিও দুরান |
আয়তন | |
• জাতীয় রাজধানী | ৭২.২৫ বর্গকিমি (২৭.৯০ বর্গমাইল) |
• মহানগর | ৬৫১.৩১ বর্গকিমি (২৫১.৪৭ বর্গমাইল) |
উচ্চতা | ৬৫৮ মিটার (২,১৫৯ ফুট) |
জনসংখ্যা (2018)[1] | |
• জাতীয় রাজধানী | ২৪,০৬,৭০৯ |
• আনুমানিক (২০১৯)[2] | ৫,৭০,৪৫৯ |
• ক্রম | 1st, El Salvador |
• জনঘনত্ব | ৭২.২৫/বর্গকিমি (১৮৭.১/বর্গমাইল) |
• মহানগর | ২১,৭৭,৪৩২[3] |
• মহানগর জনঘনত্ব | ৬৫১.৩১/বর্গকিমি (১,৬৮৬.৯/বর্গমাইল) |
বিশেষণ | Sansalvadoran Sansalvadoreño/a Capitalino/a |
সময় অঞ্চল | Central Standard Time (ইউটিসি−6) |
SV-SS | CP 1101 |
এলাকা কোড | + 503 |
HDI (2018) | 0.965 – very high[4] |
HDI (2018) | 0.704 high[5] |
ওয়েবসাইট | sansalvador.gob.sv |
সান সালভাদোর মধ্য আমেরিকার একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র। এখানে এল সালভাদোরের মন্ত্রিপরিষদ (Concejo de Ministros de El Salvador), আইনসভা (La Asamblea Legislativa), সর্বোচ্চ আদালত (Corte Suprema de Justicia) এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানগুলি ছাড়াও রাষ্ট্রপতির সরকারী বাসভবনটি অবস্থিত। সান সালভাদোর সালভাদোরীয় উচ্চভূমিতে আগ্নেয়গিরি পরিবেষ্টিত ও ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চলে অবস্থিত। এখানে একটি রোমান ক্যাথলিক মহাধর্মপ্রদেশের কার্যালয় অবস্থিত। এছাড়া এখানে খ্রিস্টধর্মের অনেকগুলি প্রতিবাদী শাখারও উপস্থিতি আছে, যাদের মধ্যে সুসমাচারবাদী, উত্তরদিনের সাধুগণ, দীক্ষাবাদী ও পঞ্চাশত্তমীবাদীরা উল্লেখ্য। সান সালভাদোরে মধ্য আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়টি[8] এবং একটি ক্ষুদ্র মুসলমান সম্প্রদায় বাস করে।
সান সালভাদোর বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজক নগরী হয়েছে। ১৯৩৫ ও ২০০২ সালে এখানে মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতাটির দুইটি আসর অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে ১৯৭৫ সালের মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার আসর বসে। ২০০৮ সালে অনুষ্ঠিত ১৮তম ইবেরো-আমেরিকার সম্মেলনটি এখানে আয়োজিত হয়, যা স্পেনীয় ও পর্তুগিজভাষী বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান।[9] মধ্য আমেরিকার সমন্বয় ব্যবস্থা নামক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়টি সান সালভাদোরে অবস্থিত।[10] এছাড়া অর্থনৈতিক সমন্বয়ের জন্য মধ্য আমেরিকার ব্যাংকটির প্রধান কার্যালয়টিও এখানে অবস্থিত।
তথ্যসূত্র
- United Nations Data: El Salvador→ Capital city Population
- Major Agglomerations Of The World, City Population. Accessed Jul 12, 2019.
- "Global BR Data"। BRT+ CoE। ডিসেম্বর ৫, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৯।
- "Data" (স্পেনীয় ভাষায়)। ২০০৯। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১০।
- GlobalDataLab https://globaldatalab.org/shdi/shdi/।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - "Biggest Cities El Salvador"। Geonames.org। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১২।
- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মার্চ ২৭, ২০০৯ তারিখে
- History of the Jews in El Salvador
- Ibero-American Summit
- Central American Bank for Economic Integration