সান মারিনোর ভাষা
ইতালীয় ভাষা সান মারিনোর সরকারী ভাষা। এখানকার প্রায় সব লোক ইতালীয় ভাষাতে কথা বলেন। তবে ৮০% লোক ইতালীয় ভাষার একটি স্থানীয় উপভাষাতে কথা বলেন, যার নাম এমিলিয়ানো-রোমাইনোলো। অনেক সান মারিনীয়রা তাদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষায় কথা বলে এবং তৃতীয় ভাষা হিসেবে ফরাসি ভাষায় কথা বলে।[1]
তথ্যসূত্র
- "Ethnicity, Language, & Religion of San Marino"। সাফারি দ্য গ্লোব। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.