সান থিওডোর
সান থিওডোর (ইংরেজি: San Theodoros) টিনটিন কমিক্সের একটি কল্পিত দেশ। এটি দক্ষিণ আমেরিকার কলা প্রজাতন্ত্রী দেশ। এটিকে কলম্বিয়া, বলিভিয়াবা ভেনেজুয়েলার আদলে দেখানো হয়েছে। গ্রান চাপ নুয়ে এই দেশ প্রতিবেশী দেশের সাথে বিবাদ্মান। এই দেশে সামরিক অভ্যুত্থানে জেনারেল তাপিওকাকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল আলকাজার। জেনারেল আলকাজরের সাথে টিনটিন এর ভালো বন্ধুত্ব। এর শত্রুদেশ নুয়েভো রিকো যার রাজধানী সানফাসিওন।
সান থিওডোর প্রজাতন্ত্র | |
---|---|
বাস্তব বিশ্ব | |
সিরিজ | দুঃসাহসী টিনটিন |
নির্মাতা | অ্যার্জে |
ধরন | Comic strip |
কাল্পনিক | |
রাজধানী | Los Dopicos/Las Dopicos (formerly Tapiocopolis, c. 1946 and nicknamed Alcazaropolis, c. 1976) |
ভাষা | Spanish; possibly Creole |
জাতিগোষ্ঠী | Spanish, Spanish mestizo, Bibaro, Arumbajo (or Arumbaya) |
সরকার | Banana republic |
President | আলকাজার (1936–1937, 1955–1958, 1976– ) তাপিওকা (1927–1936, 1937–1955, 1958–1976) |
নুয়েভো রিকো
এই দেশ সান থিওডোরের শত্রু। গ্রান নুয়ে চাপোর তেলখনি নিয়ে দেশ দুটির মাঝে যুদ্ধ হয় (কানভাঙা মুর্তি।)।
আরও দেখুন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.