সান্তিয়াগো আরিয়াস

সান্তিয়াগো "সান্তি" আরিয়াস নারানহো (স্পেনীয় উচ্চারণ: [sanˈtjaɣo ˈaɾjas]; জন্ম: ১৩ জানুয়ারি ১৯৯২) হলেন একজন কলম্বিয় পেশাদার ফুটবলার, যিনি ওলন্দাজ ক্লাব পিএসভি আইন্দোভেন এবং কলম্বিয়া জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

সান্তিয়াগো আরিয়াস
Arias lining up for PSV in October 201
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সান্তিয়াগো আরিয়াস নারানহো
জন্ম (1992-01-13) ১৩ জানুয়ারি ১৯৯২
জন্ম স্থান মেদেয়িন, কলম্বিয়া
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পিএসভি
জার্সি নম্বর
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
২০০৯ কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ (০)
২০১১ কলম্বিয়া অনূর্ধ্ব-২০ ১৪ (১)
২০১৩– কলম্বিয়া ৪১ (০)
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত কলম্বিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]

সম্মাননা

ক্লাব

পিএসভি
  • এরেডিভিসি (৩): ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮
  • ইয়োহান ক্রুইফ শিল্ড (২): ২০১৫, ২০১৬

আন্তর্জাতিক

কলম্বিয়া অনূর্ধ্ব-২০

ব্যক্তিগত

  • এরেডিভিসি বছরের সেরা খেলোয়াড়: ২০১৭–১৮
  • এরেডিভিসি সেরা একাদশ: ২০১৭–১৮

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৮ মার্চ ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
দল সাল উপস্থিতি গোল
কলম্বিয়া
২০১৩
২০১৪১১
২০১৫
২০১৬১১
২০১৭
২০১৮
মোট৪১

তথ্যসূত্র

  1. "Revealed: Every World Cup 2018 squad - Final 23-man lists - Goal.com"
  2. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "Santiago Arias"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.