সাধারণ বীমা কর্পোরেশন
সাধারণ বীমা কর্পোরেশন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বা নন-লাইফ বীমা প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি ১৯৭৩ সালের ১৪ মে বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ এর অধীনে গঠিত হয়। [1]
![]() | |
সংক্ষেপে | SBC |
---|---|
গঠিত | ১৯৭৩ |
ধরন | সরকারী |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মালিক | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
চেয়ারম্যান | মোঃ জিয়াউল ইসলাম |
ব্যবস্থাপনা পরিচালক | সৈয়দ বেলাল হোসেন |
প্রধান প্রতিষ্ঠান | আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয় |
ওয়েবসাইট | http://www.sbc.gov.bd |
মন্তব্য | বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন নন-লাইফ বীমাকারী এবং পুনর্বীমাকারী প্রতিষ্ঠান |
ইতিহাস
সরকারি এই বীমা সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত একমাত্র সাধারণ বা নন-লাইফ বীমা ব্যবসায় পরিচালনা করে আসছিলো। বাংলাদেশের বীমা বাজারের প্রায় ২০ শতাংশ এই প্রতিষ্ঠানটির দখলে। বাংলাদেশের সরকারি বীমা ব্যাবসায়ের ৫০% নিয়ে এটি কাজ করে। বীমা কর্পোরেশন আইন (সংশোধীত) ১৯৯০ অনুসারে দেশের সরকারি সম্পত্তির ঝুঁকি বীমা সাধারণ বীমা কর্পোরেশনে করা বাধ্যতামূলক।
পরিচালনা
সাধারণ বীমা কর্পোরেশন পরিচালনার জন্য ৭ সদস্যের একটি পরচালনা পর্ষদ আছে যার মধ্যে এক জন খণ্ড-কালীন চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল ইসলাম[2] [3] এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান।[4]
সেবাসমূহ
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান হিসাবে সাধারণ বীমা কর্পোরেশন বৃহৎ পরিসরে বাংলাদেশের বীমা ব্যবসার উন্নতির জন্য বীমা, পুনঃবীমা ও প্রয়োজনীয় ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি দেশি বিদেশী অন্যান্য বীমা কোম্পানির সাথে পরামর্শ ও সহযোগিতা নিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মুল বীমা সেবাসমুহ হচ্ছেঃ
- অগ্নি বীমা
- নৌ-বীমা
- মোটরযান বীমা
- শস্য বীমা
- অন্যান্য বীমা
এছাড়াও প্রতিষ্ঠানটি এসকল বীমার পুনঃবীমা করে থাকে।
তথ্যসূত্র
- "সাধারণ বীমা কর্পোরেশন"। www.sbc.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- "সাধারণ বীমার চেয়ারম্যান হলেন সাবেক সচিব জিয়াউল"। Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২১। সংগ্রহের তারিখ ২০২১-১১-২০।
- "সাধারণ বীমা কর্পোরেশনের নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম | অর্থনীতি | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- "Shahriyar Ahsan new MD of Sadharan Bima"। Shahriyar Ahsan new MD of Sadharan Bima | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।