সাদ হুসাইন
সাদ হুসাইন আতহাব আল সাওয়ান (আরবি: سعد حسين, ইংরেজি: Saad Hussain; জন্ম: ৭ মার্চ ১৯৯৩; সাদ হুসাইন নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[1][2] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সাদ হুসাইন আতহাব আল সাওয়ান | ||
জন্ম | ৭ মার্চ ১৯৯৩ | ||
জন্ম স্থান | কাতার | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল সাইলিয়াহ | ||
জার্সি নম্বর | ২০ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০২০ | আল শাহানিয়াহ | ||
২০১৫ | → আল রাইয়ান (ধার) | ৬১ | (৩) |
২০২০– | আল সাইলিয়াহ | ৩৩ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:১৮, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:১৮, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
প্রারম্ভিক জীবন
সাদ হুসাইন আতহাব আল সাওয়ান ১৯৯৩ সালের ৭ই মার্চ তারিখে কাতারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
- "Al Sailiya"। QSL। ২৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- "الفريق الأول"। نادي السيلية الرياضي – نادي السيلية الرياضي (আরবি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২০। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
বহিঃসংযোগ
- সকারওয়েতে সাদ হুসাইন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে সাদ হুসাইন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে সাদ হুসাইন (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.