সাদরা হামীদিয়া ফাজিল মাদ্রাসা
সাদরা হামীদিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত হাজীগঞ্জ উপজেলার একটি আলিয়া মাদ্রাসা। বর্তমানে এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি ফাজিল বা ডিগ্রী সমমানের মাদ্রাসা। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক র. তিনি ঐতিহাসিক সাদরার দরবার শরীফের প্রথম আধ্যাত্নিক মহাপুরুষ তথা পীর ও বিশ্ব মুফতী আল্লামা ইসহাক নামে পরিচিত।[1][2][3]
ধরন | এমপিও ভুক্ত মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯৩১ |
প্রতিষ্ঠাতা | বিশ্ব মুফতী আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক র. |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | মাওলানা আবু বকর |
শিক্ষার্থী | ৭০০(প্রায়) |
ঠিকানা | , |
ভাষা | বাংলা, ইংরেজি ও আরবি |
ওয়েবসাইট | http://103738.ebmeb.gov.bd/ |
অবস্থান
এই মাদ্রাসাটি চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদরা দরবার শরীফে, প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক র. এর মাজার শরীফের ২০০মিটার উত্তর-পশ্চিম পার্শ্বে অবস্থিত।
ইতিহাস
আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক র. তাঁর বাল্যকালের শিক্ষক লক্ষ্মীপুর জেলার ততকালীন বিশিষ্ট আলেম মরহুম আব্দুল হামীদ র. এর নামে, স্বীয় ভক্ত মরহুম রহিম উদ্দিন হাওলাদার কর্তৃক দানকৃত জমির উপরে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনামলের ১৯৩১সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এটি চাঁদপুর জেলার অন্যতম প্রাচীন বিদ্যানিকেতন। প্রতিষ্ঠানটি ব্রিটিশ শাসনামলের ১৯৪০সালে দাখিল ও আলিম এবং ১৯৪৩সালে ফাজিল মঞ্জুরী প্রাপ্ত হয়। এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ শাসনামল থেকে এখন পর্যন্ত এই ইসলামী বিদ্যানিকেতিনটি আপন গতিতে তার শিক্ষা প্রদান করে আসছে।[4]
শিক্ষা ব্যবস্থা
মাদ্রাসাটির ছাত্র-ছাত্রীর সংখ্যা বর্তমানে প্রায় সাতশতাধিক। প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে সাধারণ এবং বিজ্ঞান বিভাগ। এছাড়াও প্রথম শ্রেণী থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত অধ্যায়নের সুযোগ প্রতিষ্ঠানটিতে রয়েছে।
প্রতিষ্ঠান প্রধানগণ
- আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক র. ১৯৩১-১৯৮০ (প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ)
- মাওলানা আবু যোফার মুহাম্মদ আব্দুল হাই ১৯৮১-২০১১ (অধ্যক্ষ)
- মোহাম্মদ আবদুর রহিম ২০১১-২০১৪(ভারপ্রাপ্ত)
- মাওলানা আবু বকর ২০১৪-বর্তমান (অধ্যক্ষ)
আরো দেখুন
তথ্যসূত্র
- "বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসার-তালিকা - বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-"। www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬।
- "মাদ্রাসার ইতিহাস"। SADRA HAMIDIA FAZIL MADRASAH। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৪।
- "যে কারণে চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২।
- "মাদ্রাসার ইতিহাস"। SADRA HAMIDIA FAZIL MADRASAH। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৪।