সাত পাকে বাঁধা

সাত পাকে বাঁধা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুচিত্রা সেন অভিনীত একটি বাংলা সিনেমা । ছবিটি ১৯৬৩ সালে মুক্তি পায়। পরিচালক অজয় করসাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে নায়িকা সুচিত্রা সেন "সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস" জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।[2]

সাত পাকে বাঁধা
পরিচালকঅজয় কর
চিত্রনাট্যকারপ্রিয় চট্টোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেসুচিত্রা সেন
সৌমিত্র চট্টোপাধ্যায়
মুক্তি১৯৬৩
দৈর্ঘ্য১৩৩ মিনিট[1]
দেশভারত
ভাষাবাংলা

পটভূমি

অধ্যাপক সুখেন্দু দত্ত (সৌমিত্র চ্যাটার্জী), একজন সুশিক্ষিত দরিদ্র এতিম, যিনি কলকাতার একটি ছোট অ্যাপার্টমেন্টে তার খালার সাথে থাকেন। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত চাকরির পাশাপাশি তিনি প্রাইভেট টিউশন করেও জীবিকা নির্বাহ করেন। তিনি সুখেন্দুর এক ছাত্রের সম্মানে নিক্ষিপ্ত একটি প্রাইভেট পার্টিতে ধনী পারিবারিক পটভূমির একজন সুশিক্ষিত মহিলা অর্চনা বসুর (সুচিত্রা সেন) সাথে সাক্ষাত করেছিলেন। এর পরে তারা প্রেমে পড়ে এবং বিয়ে করে। সুখেন্দুর দুর্বল আয়ের কথা বিবেচনা করে অর্চনার মা প্রথম থেকেই বিয়েতে খুশি হননি। অবশেষে সুখেন্দু ও অর্চনা বিবাহিত জীবনে তাঁর খুব বেশি হস্তক্ষেপ পারস্পরিক বিচ্ছেদ ঘটায়।

তথ্যসূত্র

  1. "Technical Specifications"। IMDb। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪
  2. "Suchitra Sen, Bengal's sweetheart"। NDTV। ১৭ জানুয়ারি ২০১৪। ২০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৪

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.