সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা
সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে অবস্থিত।[1] ১৯৮৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৪ |
অধ্যক্ষ | মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক |
শিক্ষার্থী সংখ্যা | ৭০০+ |
ইতিহাস
ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের পীর শাহসূফী ছৈয়দ দায়েম উল্লাহ তার শিক্ষক ও পীর চট্টগ্রামের ইসলাম প্রচারক আকতাব শাহ্ সূফী আমানত খাঁনের নামে মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়।[1]
ব্যবস্থাপনা
মাদ্রাসা পরিচালনার জন্য জনাব সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহমদ উল্লাহকে সভাপতি করে ১২ জন বিশিষ্ট পরিচালনা পরিষদ রয়েছে।[1] ১.৩১ একর ভূমির উপর মাদ্রাসাটি অবস্থিত।[1] মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক। এছাড়া আরও ১২ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এ মাদ্রাসায় কর্মরত আছেন।[1]
শিক্ষা কার্যক্রম
এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ মাদ্রাসায় দাখিল (মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[1] বিগত বছরের পাশের হার ৯৮%। প্রত্যেক বছর এ প্রতিষ্ঠান থেকে দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে।[1]
আরও দেখুন
তথ্যসূত্র
- "সাতবাড়িয়া শাহ আমানত নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসা"। সরকারি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ১১ অগাস্ট ২০২১।