সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা

সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে অবস্থিত।[1] ১৯৮৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।

সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা
অবস্থান

তথ্য
ধরনদাখিল মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল১৯৮৪
অধ্যক্ষমাওলানা মুহাম্মদ মাহমুদুল হক
শিক্ষার্থী সংখ্যা৭০০+

ইতিহাস

ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের পীর শাহসূফী ছৈয়দ দায়েম উল্লাহ তার শিক্ষক ও পীর চট্টগ্রামের ইসলাম প্রচারক আকতাব শাহ্ সূফী আমানত খাঁনের নামে মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়।[1]

ব্যবস্থাপনা

মাদ্রাসা পরিচালনার জন্য জনাব সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহমদ উল্লাহকে সভাপতি করে ১২ জন বিশিষ্ট পরিচালনা পরিষদ রয়েছে।[1] ১.৩১ একর ভূমির উপর মাদ্রাসাটি অবস্থিত।[1] মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক। এছাড়া আরও ১২ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এ মাদ্রাসায় কর্মরত আছেন।[1]

শিক্ষা কার্যক্রম

এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ মাদ্রাসায় দাখিল (মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[1] বিগত বছরের পাশের হার ৯৮%। প্রত্যেক বছর এ প্রতিষ্ঠান থেকে দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সাতবাড়িয়া শাহ আমানত নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসা"সরকারি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ১১ অগাস্ট ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.