সাতক্ষীরা-৪

সাতক্ষীরা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৮নং আসন।

সাতক্ষীরা-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসাতক্ষীরা জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার৩,৯৩,৭২৬ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদএস. এম. জগলুল হায়দার

সীমানা

সাতক্ষীরা-৪ আসনটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা, কালিগঞ্জউপজেলা ( চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তাতালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন ব্যতীত) নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ মনসুর আহমদ গাজী বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৮৮ এম মনসুর আলী জাতীয় পার্টি[4]
১৯৯১ মনসুর আহমদ গাজী বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ ওয়াজেদ আলী বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শাহাদত হোসেন জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ কাজী আলাউদ্দিন জাতীয় পার্টি (এরশাদ)
২০০৮ এইচএম গোলাম রেজা জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ এস. এম. জগলুল হায়দার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ এস. এম. জগলুল হায়দার বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এস. এম. জগলুল হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সাতক্ষীরা-৪[6][7][8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি এইচএম গোলাম রেজা ১,৫১,১৪৭ ৫৬.০ প্র/না
জামায়াতে ইসলামী জি. এম. নজরুল ইসলাম ১,১৭,৬৭৫ ৪৩.৬ প্র/না
বাসদ খোগেন্দ্রনাথ ঘোষ ৫০৬ ০.২ প্র/না
বিকল্পধারা তরুণ কুমার কর্মকার ৪০১ ০.১ প্র/না
জাকের পার্টি শেখ হাসান আলী ৩১১ ১.০ প্র/না
ন্যাপ আব্দুল হাই ১০৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,৪৭২ ১২.৪ -৯.১
ভোটার উপস্থিতি ২,৭০,১৪৫ ৮৮.৯ -০.৪
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সাতক্ষীরা-৪[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি কাজী আলাউদ্দিন ১,০৮,১৭২ ৫৬.০ +৩৪.৯
আওয়ামী লীগ আফম রুহুল হক ৬৬,৫৬১ ৩৪.৫ +৫.৯
স্বতন্ত্র শাহাদাত হোসাইন ১২,৩১০ ৬.৪ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ৫,৯৭৮ ৩.১ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) শশংক শেখর সরদার ১৬৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪১,৬১১ ২১.৫ -১৯.৯
ভোটার উপস্থিতি ১,৯৩,১৮৮ ৮৯.৩ +৩.০
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সাতক্ষীরা-৪[9]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি শাহাদাত হোসাইন ৪৬,৭৩০ ৩০.২ +১৬.৯
আওয়ামী লীগ মানসূর আহমেদ ৪৪,২৭২ ২৮.৬ -৫.৪
বিএনপি মোহাম্মদ ওয়াজেদ আলী বিশ্বাস ৩২,৬৩৫ ২১.১ +০.৫
জামায়াতে ইসলামী জি. এম. আব্দুল গফফার ৩০,১৫১ ১৯.৫ -১২.৪
ইসলামী ঐক্য জোট মহিউদ্দীন আহমেদ ৫২৪ ০.৩ প্র/না
জাসদ (রব) কাজী সুফিউল্লাহ ফারুকী ১৪৮ ০.১ ০.০
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) শশংক শেখর সরদার ১৪৫ ০.১ প্র/না
জাকের পার্টি শেখ আব্দুর রউফ ১২৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৪৫৮ ১.৬ -০.৫
ভোটার উপস্থিতি ১,৫৪,৭৩২ ৮৬.৩ +১১.১
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সাতক্ষীরা-৪[9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মানসূর আহমেদ ৪৪,২২৫ ৩৪.০
জামায়াতে ইসলামী জি. এম. আব্দুল গফফার ৪১,৫৫২ ৩১.৯
বিএনপি মোহাম্মদ শাহাদাত হোসাইন মন্ডল ২৬,৭৬০ ২০.৬
জাতীয় পার্টি এম. মানসূর আলী ১৭,৩৩২ ১৩.৩
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) মহিউদ্দীন আহমেদ ১৯৯ ০.২
জাসদ (রব) স্বপন কুমার নন্দী ১০৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২,৬৭৩ ২.১
ভোটার উপস্থিতি ১,৩০,১৭৩ ৭৫.২
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন [Statistics Report 9th Parliament Election] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা 208।
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.