সাতক্ষীরা-৪
সাতক্ষীরা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৮নং আসন।
সাতক্ষীরা-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সাতক্ষীরা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার | ৩,৯৩,৭২৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | এস. এম. জগলুল হায়দার |
সীমানা
সাতক্ষীরা-৪ আসনটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা, কালিগঞ্জউপজেলা ( চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তাতালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন ব্যতীত) নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এস. এম. জগলুল হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: সাতক্ষীরা-৪[6][7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | এইচএম গোলাম রেজা | ১,৫১,১৪৭ | ৫৬.০ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | জি. এম. নজরুল ইসলাম | ১,১৭,৬৭৫ | ৪৩.৬ | প্র/না | ||
বাসদ | খোগেন্দ্রনাথ ঘোষ | ৫০৬ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | তরুণ কুমার কর্মকার | ৪০১ | ০.১ | প্র/না | ||
জাকের পার্টি | শেখ হাসান আলী | ৩১১ | ১.০ | প্র/না | ||
ন্যাপ | আব্দুল হাই | ১০৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৪৭২ | ১২.৪ | -৯.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৭০,১৪৫ | ৮৮.৯ | -০.৪ | |||
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: সাতক্ষীরা-৪[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | কাজী আলাউদ্দিন | ১,০৮,১৭২ | ৫৬.০ | +৩৪.৯ | ||
আওয়ামী লীগ | আফম রুহুল হক | ৬৬,৫৬১ | ৩৪.৫ | +৫.৯ | ||
স্বতন্ত্র | শাহাদাত হোসাইন | ১২,৩১০ | ৬.৪ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোহাম্মদ মাহবুবুর রহমান | ৫,৯৭৮ | ৩.১ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | শশংক শেখর সরদার | ১৬৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৬১১ | ২১.৫ | -১৯.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৩,১৮৮ | ৮৯.৩ | +৩.০ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সাতক্ষীরা-৪[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | শাহাদাত হোসাইন | ৪৬,৭৩০ | ৩০.২ | +১৬.৯ | ||
আওয়ামী লীগ | মানসূর আহমেদ | ৪৪,২৭২ | ২৮.৬ | -৫.৪ | ||
বিএনপি | মোহাম্মদ ওয়াজেদ আলী বিশ্বাস | ৩২,৬৩৫ | ২১.১ | +০.৫ | ||
জামায়াতে ইসলামী | জি. এম. আব্দুল গফফার | ৩০,১৫১ | ১৯.৫ | -১২.৪ | ||
ইসলামী ঐক্য জোট | মহিউদ্দীন আহমেদ | ৫২৪ | ০.৩ | প্র/না | ||
জাসদ (রব) | কাজী সুফিউল্লাহ ফারুকী | ১৪৮ | ০.১ | ০.০ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | শশংক শেখর সরদার | ১৪৫ | ০.১ | প্র/না | ||
জাকের পার্টি | শেখ আব্দুর রউফ | ১২৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৪৫৮ | ১.৬ | -০.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৭৩২ | ৮৬.৩ | +১১.১ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: সাতক্ষীরা-৪[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মানসূর আহমেদ | ৪৪,২২৫ | ৩৪.০ | |||
জামায়াতে ইসলামী | জি. এম. আব্দুল গফফার | ৪১,৫৫২ | ৩১.৯ | |||
বিএনপি | মোহাম্মদ শাহাদাত হোসাইন মন্ডল | ২৬,৭৬০ | ২০.৬ | |||
জাতীয় পার্টি | এম. মানসূর আলী | ১৭,৩৩২ | ১৩.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মহিউদ্দীন আহমেদ | ১৯৯ | ০.২ | |||
জাসদ (রব) | স্বপন কুমার নন্দী | ১০৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৬৭৩ | ২.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩০,১৭৩ | ৭৫.২ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন [Statistics Report 9th Parliament Election] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা 208।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.