সাজ্জাদ হোসেন (ফুটবলার)

সাজ্জাদ হোসেন (ইংরেজি: Sazzad Hossain; জন্ম ১৮ জানুয়ারী ১৯৯৫) একজন বাংলাদেশী পেশাদার ফুটবলার যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডান এবং বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলেন ।[2] সাজ্জাদ হোসেন তিনি ফরোয়ার্ড বা রাইট উইঙ্গার হিসাবে খেলতে পারেন।

সাজ্জাদ হোসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল
জন্ম (1995-01-18) ১৮ জানুয়ারি ১৯৯৫
জন্ম স্থান চট্টগ্রাম, বাংলাদেশ
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান সেন্টার ফরোয়ার্ড, রাইট উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঢাকা মোহামেডান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০২২ সাইফ স্পোর্টিং ক্লাব ৬৭ (৯)
২০২২– ঢাকা মোহামেডান (০)
জাতীয় দল
২০২২– বাংলাদেশ (১)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ক্লাব ক্যারিয়ার

প্রাথমিক বছর

সাজ্জাদ চট্টগ্রামের পটিয়া উপজেলার জন্য ১০ হাজার টাকার চুক্তি করে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। চট্টগ্রামে থাকাকালীন, সাজ্জাদ পটিয়া ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতেন এবং ব্রাদার্স ইউনিয়ন মাঠে নিয়মিত অনুশীলন করতেন, যেখানে পটিয়া ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মরহুম মহিবুল্লাহ চৌধুরী সাজ্জাদের প্রতিভা দেখে তাকে খেলার সুযোগ দেন। ২০১৫ সালে ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে কদমতলা সংসদের হয়ে খেলার আগে তিনি চট্টগ্রাম প্রিমিয়ার বিভাগ এবং দ্বিতীয় বিভাগ লীগে খেলতে যান।[3]

২০১৬ সালে, পটিয়া উপজেলা ফুটবল ক্লাব চট্টগ্রাম আবাহনীর সাথে একটি প্রীতি ম্যাচ খেলে এবং খেলা চলাকালীন সাজ্জাদ দুইবার বক্সে প্রবেশ করে। যদিও তিনি সেদিন একটি গোল পাননি, আরমান আজিজ , প্রাক্তন জাতীয় দলের মিডফিল্ডার, সাজ্জাদের খেলা দেখে মুগ্ধ হন এবং খেলার পর তিনি একই বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের নবগঠিত সাইফ এসসি -তে যোগ দেন।[4]

সাইফ এসসি

২৯ অক্টোবর ২০১৬, সাজ্জাদ টিএন্ডটি ক্লাব-এর বিরুদ্ধে ৩-১ জয়ে তৃতীয় গোলটি করেন, সাইফ এসসি তাদের প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেছে [5] ক্লাবে তার প্রথম মৌসুমে, সাইফ এসসি শীর্ষ স্তরে পদোন্নতি অর্জন করেন এবং সাজ্জাদ পরের বছর ৪ বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধি করে। যদিও তিনি শীর্ষ ফ্লাইটে তাদের উদ্বোধনী মরসুমে সাইফ এসসি-র হয়ে দেখাননি, সাজ্জাদ তার প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা এর বিপক্ষে গোল করে পরের বছর ১০টি উপস্থিতি করেন, ১ আগস্ট ২০১৯ এ। ৮ ফেব্রুয়ারী ২০২১-এ, আরামবাগ ক্রীড়া সংঘ-এর বিপক্ষে ৩-২ জয়ের সময় সাজ্জাদ একটি অত্যাশ্চর্য একক গোল করেছিলেন, তিনি দেশব্যাপী প্রশংসা অর্জন করেন।[3]

২০২২ সালের মে মাসে, ২০২১–২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমার্ধে মুগ্ধ হওয়ার পর সাজ্জাদ তার প্রথম আন্তর্জাতিক ডাক পান, ১২টি লিগ ম্যাচে ৪ গোল করেছেন।[6][7]

আন্তর্জাতিক ক্যারিয়ার

অভিজ্ঞ স্ট্রাইকারের পর নাবিব নেওয়াজ জীবন, শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দল থেকে বরখাস্ত হয়,কোচ জ্যাভিয়ের ক্যাব্রেরা ২০২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা – তৃতীয় রাউন্ড এর জন্য বদলি স্ট্রাইকার হিসেবে সাজ্জাদকে ডাকলেন এবং ইন্দোনেশিয়া বিরুদ্ধে একটি অনুশীলন খেলা।[8]

১ জুন ২০২২ এ, সাজ্জাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় একটি ফিফা বন্ধুত্বপূর্ণ চলাকালীন, ইন্দোনেশিয়া[9][10][11]

ব্যক্তিগত জীবন

পেশাদার ফুটবলার হওয়ার আগে, সাজ্জাদ সকালে একটি এনজিওতে প্রতি মাসে ২০০০ টাকা বেতনে কাজ করেন এবং তারপরে স্থানীয় ক্লাবে প্রশিক্ষণ নেন। তার বাবা-মায়ের চাপের কারণে। তবে যোগদানের দুই মাসের মধ্যেই চাকরি ছেড়ে দেন তিনি।[4]

২০১৭ সালে, সাজ্জাদ সাইফ এসসির হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি, একই বছর তার বাবা কবির আহমেদ ক্যান্সারে আক্রান্ত হন। সবাই তার খেলার ক্যারিয়ার থেকে সাজ্জাদের উপার্জনের উপর নির্ভর করে। যাহোক, কোচ কিম গ্রান্ট পুরো মৌসুমে তাকে একটিও উপস্থিত হতে দেননি। ২১ এপ্রিল ২০১৭ তারিখে তার বাবা কবির আহমেদ মারা যান, কারণ সাজ্জাদ চিকিৎসার ব্যয়বহুল ফি দিতে পারছিলেন না। তার পিতার মৃত্যু সম্পর্কে, সাজ্জাদ বলেন, আমি ভেবেছিলাম, কোচ যদি আমাকে সুযোগ দিতেন। আমার খেলা দেখে হয়তো বড় কোনো ক্লাব আমাকে নিয়ে যেত। বাবার চিকিৎসার টাকা জোগাড় হয়ে যেত। কিন্তু আমি কখনো আশা ছাড়িনি। চেষ্টা করতে থাকলাম।"[3]

ক্যারিয়ারের পরিসংখ্যান

ক্লাব

৭ মে ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[12]
ক্লাব মৌসুম লিগ কাপ অন্যান্য আন্তর্জাতিক কাপ মোট
বিভাগ অংশগ্রহণ গোল অংশগ্রহণ গোল অংশগ্রহণ গোল অংশগ্রহণ গোল অংশগ্রহণ গোল
সাইফ এসসি ২০১৬–১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ১৪১৪
২০১৭–১৮ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
২০১৮–১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১২১২
২০১৯–২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ [lower-alpha 1]
২০২০–২১ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২
২০২১–২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৯[lower-alpha 2]২৭
ক্যারিয়ারের মোট ৬৭2৭৯১২
Notes

আন্তর্জাতিক

ম্যাচটি ২৭ সেপ্টেম্বর ২০২২ এ খেলা হয়েছে। পর্যন্ত হালনাগাদকৃত।
বাংলাদেশ জাতীয় দল
বছরঅংশগ্রহণগোল
২০২২
মোট

আন্তর্জাতিক গোল

জাতীয় দল

স্কোর এবং ফলাফলের তালিকায় প্রথমে বাংলাদেশের গোল সংখ্যা।
নঃ.তারিখভেন্যুপ্রতিপক্ষগোলফলাফলপ্রতিযোগিতারেফ.
১.২৭ সেপ্টেম্বর ২০২২দশরথ রঙ্গশালা, কাঠমান্ডু, নেপাল   নেপাল–৩১–৩বন্ধুত্বপূর্ণ ম্যাচ[13]

তথ্যসূত্র

  1. "সাজ্জাদ হোসেন – সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড"। ১৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩
  2. "Md Sazzad Hossain - Soccer player profile & career statistics - Global Sports Archive"globalsportsarchive.com। ২০২২-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১
  3. "গতির জাদুতে গোল করে ভাইরাল বাংলাদেশি স্ট্রাইকার"Prothomalo
  4. Rahman, Anisur (মে ৩০, ২০২২)। "Can Sazzad live up to Cabrera's expectations?"The Daily Star। মে ৩০, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১, ২০২২
  5. "Saif Sporting Club off to a flying start"The Daily Star। ৩০ অক্টোবর ২০১৬।
  6. "আকাশ ছোঁয়ার স্বপ্ন ঈসার। | UC SPORTS 24"। ২০২২-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১
  7. প্রতিবেদক, ক্রীড়া। "ব্যাগ গুছিয়ে তৈরি ছিলেন, কেটে রেখেছিলেন টিকিট, সেই সাজ্জাদকেই ডাকা হলো জাতীয় দলে"Prothomalo। ২০২২-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১
  8. "'ব্যাগ গোছানোই ছিল' এরপর... | কালের কণ্ঠ"Kalerkantho। মে ২২, ২০২২। জুন ১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১, ২০২২
  9. Desk, Offside (জুন ১, ২০২২)। "ড্র করে মালয়েশিয়ার বিমান ধরার অপেক্ষায় বাংলাদেশ!"। জুন ১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১, ২০২২
  10. প্রতিবেদক, ক্রীড়া। "৩৭ বছর পর ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের ড্র"Prothomalo
  11. Reporter, Sports (জুন ২, ২০২২)। "Cabrera, Jamal happy with draw against Indonesia"The Daily Star
  12. সকারওয়েতে সাজ্জাদ হোসেন (ইংরেজি)
  13. Report, Star Sports (সেপ্টেম্বর ২৭, ২০২২)। "Nepal men avenge SAFF Women's Championship defeat"The Daily Star
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.