সাচার ইউনিয়ন
সাচার বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন।
সাচার | |
---|---|
ইউনিয়ন | |
১নং সাচার ইউনিয়ন পরিষদ | |
সাচার সাচার | |
স্থানাঙ্ক: ২৩°২৬′২৬″ উত্তর ৯০°৫০′৪০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | কচুয়া উপজেলা, চাঁদপুর |
সরকার | |
• চেয়ারম্যান | ওসমান গণি মোল্লা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৩৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
সাচার ইউনিয়নের আয়তন ৪,১৮৩ একর।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাচার ইউনিয়নের জনসংখ্যা ২৭,৯৪৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,৫৪৮ জন এবং মহিলা ১৪,৩৯৬ জন। মোট পরিবার ৫,৩৫৭টি।[1]
অবস্থান ও সীমানা
কচুয়া উপজেলার সর্ব-উত্তরে সাচার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে বিতারা ইউনিয়ন, পশ্চিমে পাথৈর ইউনিয়ন ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন, উত্তরে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সাচার ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাচার ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬%।[1] এ ইউনিয়নে ১টি ডিগ্রি কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি সরকারি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- সাচার ডিগ্রি কলেজ
- মাদ্রাসা
১.৬নং শুয়ারুল সকারি প্রাথমিক বিদ্যালয়
- রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা
- সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- বজরী খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
- বজরীখলা দারুল উলূম কূওমি মাদ্রাসা ও এতিমখানা
যোগাযোগ ব্যবস্থা বজরী খলা শহীদ দেওয়ার বাড়ী
সাচার,রাদৈল বাজার, কচুয়া
খাল ও নদী
সাচার বাজারটি মনোরম দৃশ্য তার চারপাশের বিখ্যাত নদীগুলোর জন্য। সাচার দক্ষিণ বাজারের ওপেরা ব্রিজটি সেই নদীর উপরই স্থাপিত।
হাট-বাজার
সাচার ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল ঃঐতিহাসিক শুয়ারুল বাজার, সাচার বাজার, রাগদৈল বাজার এবং বায়েক বাজার।
দর্শনীয় স্থান
- শুয়ারুল জৈনপুর খানকা
- সাচার নাট মন্দির দৃশ্যমান
- কলাকোপা ভূঁইয়া পার্ক
- সাচার বাজার।
- আলুর কোল্ডষ্টোর, শিমুলতলী
===উল্লেখযোগ্য ব্যক্তি=
ডা. আলামগীর হোসেন সোহাগ
★পরার্মশ দাতা, পদুয়া
জনপ্রতিনিধি
- সাবেক চেয়ারম্যান: মো.ওসমান গণি মোল্লা।
- বর্তমান চেয়ারম্যানঃ মো.মনির হেসেন।
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।