সাউল নিগেস

সাউল নিগেস এসক্লাপেজ (স্পেনীয় উচ্চারণ: [saˈul ˈɲiɣeθ]; জন্ম: ২১ নভেম্বর ১৯৯৪), সংক্ষিপ্তভাবে সাউল নামে পরিচিত, হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

সাউল
২০১৮ সালে সাউল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সাউল নিগেস এসক্লাপেজ
জন্ম (1994-11-21) ২১ নভেম্বর ১৯৯৪
জন্ম স্থান এলচে, স্পেন
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)[1]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৬–২০০৮ রিয়াল মাদ্রিদ
২০০৮–২০১০ আতলেতিকো মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১৩ আতলেতিকো মাদ্রিদ বি ৭০ (৮)
২০১২– আতলেতিকো মাদ্রিদ ১২৬ (১৪)
২০১৩–২০১৪রায়ো ভায়েকানো (ধার) ৩৪ (২)
জাতীয় দল
২০০৯ স্পেন অনূর্ধ্ব-১৬ (১)
২০১০–২০১১ স্পেন অনূর্ধ্ব-১৭ (২)
২০১২ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০১২–২০১৩ স্পেন অনূর্ধ্ব-১৯ ১১ (০)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-২০ (০)
২০১৩–২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ ২৫ (৯)
২০১৬– স্পেন (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব পরিসংখ্যান

১৬ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
আতলেতিকো মাদ্রিদ বি ২০১০–১১ ২২২২
২০১১–১২ ২২২২
২০১২–১৩ ২৬২৬
মোট ৭০৭০
আতলেতিকো মাদ্রিদ ২০১১–১২
২০১২–১৩ ১১
২০১৪–১৫ ২৪৩৫
২০১৫–১৬ ৩১১৩৪৮
২০১৬–১৭ ৩৩১২৫৩
২০১৭–১৮ ৩৫১৫৫৫
মোট ১২৫১৪২৩৫৩১১২০৩২৮
রায়ো ভায়েকানো (ধার) ২০১৩–১৪ ৩৪৩৭
সর্বমোট ২২৭২৪২৬৫৩১১৩০৭৩৮

সম্মাননা

ক্লাব

আতলেতিকো মাদ্রিদ[3]

আন্তর্জাতিক

স্পেন[3]

  • উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ২০১২
  • উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ: রানার-আপ ২০১৭

ব্যক্তিগত

  • উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা দল: ২০১২[5]
  • উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ: গোল্ডেন বুট ২০১৭[6]
  • উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা দল: ২০১৭[7]
  • উয়েফা ইউরোপা লিগ মৌসুমের সেরা দল: ২০১৭–১৮[8]

তথ্যসূত্র

  1. "Saúl"। Atlético Madrid। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Saúl"। Soccerway। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪
  3. "Saúl – Trophies"। Soccerway। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৬
  4. Shamoon Hafez (১৬ মে ২০১৮)। "Marseille 0–0 Atlético Madrid"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮
  5. "Technical report" (PDF)। UEFA। পৃষ্ঠা 13। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮
  6. "Saúl Ñíguez wins U21 EURO adidas Golden Boot"। UEFA। ৩০ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭
  7. "Official Under-21 Team of the Tournament"। UEFA। ১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭
  8. "UEFA Europa League Squad of the 2017/18 Season"। UEFA। ১৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:UEFA European Under-21 Championship awards

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.