সাউল নিগেস
সাউল নিগেস এসক্লাপেজ (স্পেনীয় উচ্চারণ: [saˈul ˈɲiɣeθ]; জন্ম: ২১ নভেম্বর ১৯৯৪), সংক্ষিপ্তভাবে সাউল নামে পরিচিত, হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সাউল নিগেস এসক্লাপেজ | ||
জন্ম | ২১ নভেম্বর ১৯৯৪ | ||
জন্ম স্থান | এলচে, স্পেন | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১ ১⁄২ ইঞ্চি)[1] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আতলেতিকো মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৮ | রিয়াল মাদ্রিদ | ||
২০০৮–২০১০ | আতলেতিকো মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১৩ | আতলেতিকো মাদ্রিদ বি | ৭০ | (৮) |
২০১২– | আতলেতিকো মাদ্রিদ | ১২৬ | (১৪) |
২০১৩–২০১৪ | → রায়ো ভায়েকানো (ধার) | ৩৪ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | স্পেন অনূর্ধ্ব-১৬ | ৮ | (১) |
২০১০–২০১১ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ৯ | (২) |
২০১২ | স্পেন অনূর্ধ্ব-১৮ | ৩ | (০) |
২০১২–২০১৩ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ১১ | (০) |
২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২০ | ৮ | (০) |
২০১৩–২০১৭ | স্পেন অনূর্ধ্ব-২১ | ২৫ | (৯) |
২০১৬– | স্পেন | ৯ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্লাব পরিসংখ্যান
- ১৬ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
আতলেতিকো মাদ্রিদ বি | ২০১০–১১ | ২২ | ১ | — | ২২ | ১ | |||||
২০১১–১২ | ২২ | ১ | — | ২২ | ১ | ||||||
২০১২–১৩ | ২৬ | ৬ | — | ২৬ | ৬ | ||||||
মোট | ৭০ | ৮ | — | ৭০ | ৮ | ||||||
আতলেতিকো মাদ্রিদ | ২০১১–১২ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | — | ১ | ০ | |
২০১২–১৩ | ২ | ০ | ২ | ০ | ৭ | ০ | ০ | ০ | ১১ | ০ | |
২০১৪–১৫ | ২৪ | ৪ | ৪ | ০ | ৫ | ০ | ২ | ০ | ৩৫ | ৪ | |
২০১৫–১৬ | ৩১ | ৪ | ৪ | ২ | ১৩ | ৩ | — | ৪৮ | ৯ | ||
২০১৬–১৭ | ৩৩ | ৪ | ৮ | ১ | ১২ | ৪ | — | ৫৩ | ৯ | ||
২০১৭–১৮ | ৩৫ | ২ | ৫ | ০ | ১৫ | ৪ | — | ৫৫ | ৬ | ||
মোট | ১২৫ | ১৪ | ২৩ | ৩ | ৫৩ | ১১ | ২ | ০ | ২০৩ | ২৮ | |
রায়ো ভায়েকানো (ধার) | ২০১৩–১৪ | ৩৪ | ২ | ৩ | ০ | — | ৩৭ | ২ | |||
সর্বমোট | ২২৭ | ২৪ | ২৬ | ৩ | ৫৩ | ১১ | ২ | ০ | ৩০৭ | ৩৮ |
সম্মাননা
ক্লাব
আতলেতিকো মাদ্রিদ[3]
- কোপা দেল রে: ২০১২–১৩
- স্পেনীয় সুপার কাপ: ২০১৪
- উয়েফা ইউরোপা লিগ: ২০১১–১২, ২০১৭–১৮[4]
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: রানার-আপ ২০১৫–১৬
আন্তর্জাতিক
স্পেন[3]
- উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ২০১২
- উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ: রানার-আপ ২০১৭
ব্যক্তিগত
- উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা দল: ২০১২[5]
- উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ: গোল্ডেন বুট ২০১৭[6]
- উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা দল: ২০১৭[7]
- উয়েফা ইউরোপা লিগ মৌসুমের সেরা দল: ২০১৭–১৮[8]
তথ্যসূত্র
- "Saúl"। Atlético Madrid। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- "Saúl"। Soccerway। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪।
- "Saúl – Trophies"। Soccerway। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৬।
- Shamoon Hafez (১৬ মে ২০১৮)। "Marseille 0–0 Atlético Madrid"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮।
- "Technical report" (PDF)। UEFA। পৃষ্ঠা 13। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
- "Saúl Ñíguez wins U21 EURO adidas Golden Boot"। UEFA। ৩০ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- "Official Under-21 Team of the Tournament"। UEFA। ১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- "UEFA Europa League Squad of the 2017/18 Season"। UEFA। ১৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে সাউল নিগেস সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিডিফুটবলে সাউল নিগেস (ইংরেজি)
- Futbolme-এ সাউল নিগেস (স্পেনীয়)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সাউল নিগেস (ইংরেজি)
টেমপ্লেট:UEFA European Under-21 Championship awards
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.