সাইরাস অ্যাডি পিঠাওয়ালা

মেজর জেনারেল সাইরাস অ্যাডি পিঠাওয়ালা এসি, ভিএসএম, হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল অফিসার। ১৯৮১ সালে তিনি বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার অশোক চক্রকে ভূষিত করেছিলেন,[3] এবং এর ফলস্বরূপ তিনি হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসের অন্যতম সজ্জিত ফ্ল্যাগ অফিসার।


সাইরাস অ্যাডি পিঠাওয়ালা

জন্ম (1957-01-13) ১৩ জানুয়ারি ১৯৫৭
ব্যাঙ্গালোর, মহীশূর স্টেট, ভারত
(বর্তমানে ব্যাঙ্গালোর, কর্ণাটক,ভারত)
আনুগত্য ভারত
সার্ভিস/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭৯ – ২০১৫
পদমর্যাদা মেজর জেনারেল
সার্ভিস নম্বরSS-30122 (শর্ট-সার্ভিস কমিশন)[1]
IC-37593 (রেগুলার কমিশন)[2]
ইউনিট১৭ জম্মু ও কাশ্মীর রাইফেলস
নেতৃত্বসমূহঅন্ধ্র সাব-এরিয়া
পুরস্কার অশোক চক্র
বিশিষ্ট সেবা মেডেল

কর্মজীবন

সাইরাস পিঠাওয়ালার জন্ম ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ব্যাঙ্গালোরে এবং তিনি দিল্লির এয়ার ফোর্স স্কুলে শিক্ষিত হন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর করার পরে, তিনি ১ লা সেপ্টেম্বর ১৯৭৯ সালে জম্মু ও কাশ্মীর রাইফেলস-এর ১৭ তম ব্যাটালিয়নে একটি স্বল্প-পরিষেবা কমিশনে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন। [1][4][5] ১৯৮৪ সালের ১ সেপ্টেম্বর তিনি লেফটেন্যান্ট হিসাবে নিয়মিত কমিশন পান। [2]

২০০৮ সালের ১ আগস্ট, পিঠাওয়ালা অশোক চক্রের প্রাপক হিসাবে প্রথম ব্রিগেডিয়ারের এক তারকা র‌্যাঙ্ক অর্জন করেন। [6] ২০ শে জানুয়ারী ২০১৩-তে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করার পরে,[7] তিনি দুই তারকা র‌্যাঙ্কে একজন জেনারেল অফিসার পদ লাভকারী প্রথম অশোকচক্র প্রাপ্ত হন । [8] একজন মেজর জেনারেল হিসাবে, তিনি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) অন্ধ্র সাব এরিয়া হিসাবে নিযুক্ত ছিলেন।

তার ৩৫ বছরের কর্মজীবনে, তিনি ভারত জুড়ে বিভিন্ন নির্দেশাবলী, কর্মী এবং কমান্ডের পদে অধিষ্ঠিত ছিলেন। এ ছাড়াও তিনি কম্বোডিয়ায় সামরিক পর্যবেক্ষক হিসাবে কম্বোডিয়া মিশনে জাতিসংঘের ট্রানজিশনাল অথরিটির অংশ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইউএন মিশনে একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ডেপুটি কমান্ডারের দায়িত্বও পালন করেছিলেন। [9]

সামরিক পুরস্কার এবং সজ্জা

সেকেন্ড লেফটেন্যান্ট পিঠাওয়ালাকে ১৯৮১ সালে মণিপুরে বিদ্রোহ বিরোধী অভিযানের জন্য অশোকচক্র,[10] এবং বিশিষ্ট সেবা পদক বিশিষ্ট পরিষেবার জন্য ভূষিত করা হয়েছিল। [11]

পদোন্নতির তারিখগুলি

পরিচয়চিহ্ন মর্যাদাক্রম উপাদান র‌্যাঙ্কের তারিখ
সেকেন্ড লেফটেনেন্ট ভারতীয় সেনা ১ সেপ্টেম্বর ১৯৭৯ (স্বল্প-পরিষেবা কমিশন) [1]

১৯৮৪ সালের ১ সেপ্টেম্বর (নিয়মিত কমিশন, ৩০ এপ্রিল ১৯৮০ থেকে জ্যেষ্ঠতা সহ তবে ১ সেপ্টেম্বর ১৯৭৯)

লেফটেনেন্ট ভারতীয় সেনা ১ সেপ্টেম্বর ১৯৮১ (স্বল্প-পরিষেবা কমিশন) [12]
১ সেপ্টেম্বর ১৯৮৪ (নিয়মিত কমিশন, ৩০ এপ্রিল ১৯৮২ সালের জ্যেষ্ঠতা সহ) [2]
ক্যাপ্টেন ভারতীয় সেনা ৩০ এপ্রিল ১৯৮৫ [13]
মেজর ভারতীয় সেনা ৩০ এপ্রিল ১৯৯১ [14]
লেফট্যানেন্ট কর্ণেল ভারতীয় সেনা ৩১ ডিসেম্বর ২০০২ [15]
কর্ণেল ভারতীয় সেনা ১ ফেব্রুয়ারি ২০০৫ [16]
ব্রিগেডিয়ার ভারতীয় সেনা ১ আগস্ট ২০০৮ (৪ জানুয়ারি ২০০৮ থেকে জ্যেষ্ঠতা) [6]
মেজর জেনারেল ভারতীয় সেনা ২০ জানুয়ারি ২০১৩ (২ এপ্রিল ২০১১ থেকে জ্যেষ্ঠতা) [7]

তথ্যসূত্র

  1. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ১৯ এপ্রিল ১৯৮০। পৃষ্ঠা 464।
  2. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ৩০ মার্চ ১৯৮৫। পৃষ্ঠা 417।
  3. "Cyrus Pithawala, an Ashok Chakra awardee is now a Major General"। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০
  4. "Brig Pithawalla first Ashok Chakra awardee to become Maj Gen"
  5. "Bravest of the Brave - Heroes of the Indian Army"
  6. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ১০ এপ্রিল ২০১০। পৃষ্ঠা 604।
  7. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ২২ মার্চ ২০১৪। পৃষ্ঠা 428।
  8. "Highest gallantry award winner breaches rank ceiling"
  9. "Maj. Gen. Pithawalla retires"
  10. "2/LT CYRUS ADDIE PITHAWALLA"। ১০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০
  11. "2/Lt Cyrus Addie Pithwalla, AC, 17 JAK RIF"
  12. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ৯ জানুয়ারি ১৯৮২। পৃষ্ঠা 40।
  13. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ৯ আগস্ট ১৯৮৬। পৃষ্ঠা 1147।
  14. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ২৫ এপ্রিল ১৯৯২। পৃষ্ঠা 814।
  15. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ৩১ জুলাই ২০০৪। পৃষ্ঠা 1052।
  16. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ২৫ মার্চ ২০০৬। পৃষ্ঠা 410।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.