সাইফুল বারী টিটু
সাইফুল বারী টিটু (জন্ম: ৩ আগস্ট ১৯৭২) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব চট্টগ্রাম আবাহনীতে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। টিটু তার খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ১৯৯৩ সালে, টিটু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সাইফুল বারী টিটু | ||
জন্ম | [1] | ৩ আগস্ট ১৯৭২||
জন্ম স্থান | ঢাকা, বাংলাদেশ | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চট্টগ্রাম আবাহনী (ম্যানেজার) | ||
জাতীয় দল | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৩ | বাংলাদেশ | ১ | (০) |
পরিচালিত দল | |||
বছর | দল | ||
২০০৫–২০০৮ | ঢাকা মোহামেডান | ||
২০১০ | বাংলাদেশ (অন্তর্বর্তীকালীন) | ||
২০১১–২০১২ | শেখ জামাল | ||
২০১১–২০১২ | ঢাকা মোহামেডান | ||
২০১২ | বাংলাদেশ | ||
২০১৪ | বাংলাদেশ (অন্তর্বর্তীকালীন) | ||
২০১৬–২০১৭ | আরামবাগ | ||
২০১৭ | চট্টগ্রাম আবাহনী | ||
২০১৮ | ঢাকা আবাহনী | ||
২০১৮–২০২২ | শেখ রাসেল | ||
২০২২– | চট্টগ্রাম আবাহনী |
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০৫ সালে, টিটু বাংলাদেশী ফুটবল ক্লাব ঢাকা মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। ঢাকা মোহামেডানের হয়ে ৪ মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে যোগদান করেন; অন্তর্বর্তীকালীন হয়ে তিনি ৩টি ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০১১–১২ মৌসুমে, তিনি শেখ জামালের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর তিনি পুনরায় ঢাকা মোহামেডান ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। ২০১২ সালে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি আরামবাগ, চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী এবং শেখ রাসেলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ১লা নভেম্বর তারিখে মারুফুল হক বরখাস্ত হওয়ার পর, তিনি চট্টগ্রাম আবাহনীর ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন।
ম্যানেজার হিসেবে, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি ঢাকা আবাহনীর হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সাইফুল বারী টিটু ১৯৭২ সালের ৩রা আগস্ট তারিখে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
১৯৯৩ সালের ১১ই এপ্রিল তারিখে, মাত্র ২০ বছর ৮ মাস ৯ দিন বয়সে, টিটু জাপানের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। উক্ত ম্যাচের ৬১তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় মোহাম্মদ গোলাম গাউসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটিতে বাংলাদেশ ৮–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[2][3] এটিই ছিল বাংলাদেশের জার্সি গায়ে টিটুর একমাত্র ম্যাচ।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ১৯৯৩ | ১ | ০ |
সর্বমোট | ১ | ০ |
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২১।
- "Japan vs. Bangladesh (8:0)"। ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২১।
- "1993 MATCHES"। আরএসএসএসএফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২১।
বহিঃসংযোগ
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সাইফুল বারী টিটু (ইংরেজি)