সাইফুল ইসলাম বাদল
সাইফুল ইসলাম বাদল একজন বাংলাদেশী চিত্রগ্রাহক। আহা (২০০৭) এবং মৃত্তিকা মায়া (২০১৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। [1][2]
সাইফুল ইসলাম বাদল | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চিত্রগ্রাহক |
কর্মজীবন | ২০০৪– বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৩য় বার) |
নির্বাচিত ছায়াছবি
- ব্যাচেলর- ২০০৪
- ম্যাড ইন বাংলাদেশে - ২০০৭
- আহা! - ২০০৭
- ভাসমান মানুষ - ২০১২
- মৃত্তিকা মায়া - ২০১৩
পুরস্কার এবং মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা চিত্রগ্রাহক | আহা! | বিজয়ী |
২০১৩ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা চিত্রগ্রাহক | মৃত্তিকা মায়া | বিজয়ী[3] |
তথ্যসূত্র
- "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। bdnews24। আগস্ট ২০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- "সাদাকালোয় সোনালি দিন"। বণিক বার্তা। ২০১৫-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০১৫।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাইফুল ইসলাম বাদল (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.