সাইট অ্যান্ড সাউন্ড

সাইট অ্যান্ড সাউন্ড ব্রিটেনের চলচ্চিত্র বিষয়ক মাসিক সাময়িকী। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এই সাময়িকীটি প্রকাশ করে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র এই সাময়িকী সম্বন্ধে বলেছে, "highbrow but accessible"

সাইট অ্যান্ড সাউন্ড
সম্পাদকমাইক উইলিয়ামস
বিভাগচলচ্চিত্র
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
প্রকাশকব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট
প্রতিষ্ঠার বছর১৯৩২ (1932)
দেশযুক্তরাজ্য
ভিত্তিলন্ডন
ভাষাইংরেজি
ওয়েবসাইটwww.bfi.org.uk/sight-and-sound
আইএসএসএন0037-4806

গত ২৫ বছরের সেরা ১০ চলচ্চিত্র

সাইট অ্যান্ড সাউন্ড সাময়িকী গত ২৫ বছরে পৃথিবীর সেরা ১০ চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে।

০১| অ্যাপোক্যালিপ্‌স নাও (১৯৭৯)
০২| রেইজিং বুল (১৯৮০)
০৩| ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার (১৯৮২)
০৪| গুডফেলাস (১৯৯০)
০৫| ব্লু ভেলভেট (১৯৮৬)
০৬| ডু দ্য রাইট থিং (১৯৮৯)
০৭| ব্লেড রানার (১৯৮২)
০৮| চাংকিং এক্সপ্রেস (১৯৯৪)
০৯| ডিস্ট্যান্ট ভয়েসেস, স্টিল লিভ্‌স (১৯৮৮)
১০| ওয়ান্‌স আপোন আ টাইম ইন অ্যামেরিকা (১৯৮৪) (যৌথভাবে)
১০| ই ই: আ ওয়ান অ্যান্ড আ টু (১৯৯৯) (যৌথভাবে)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.