সহযোগী স্বাস্থ্য পেশাসমূহ
সহযোগী স্বাস্থ্য পেশাসমূহ বলতে দন্ত্যচিকিৎসা, শুশ্রূষা (নার্সিং), চিকিৎসাবিজ্ঞান ও ঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান অপেক্ষা স্বতন্ত্র বাকী সমস্ত স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট পেশাকে বোঝায়।[1] এগুলিকে ইংরেজি পরিভাষায় অ্যালায়েড হেলথ প্রফেশনস (Allied health professions) বলে। এই পেশাগুলিতে কর্মরত ব্যক্তিরা স্বাস্থ্যসেবার সাথে সংযুক্ত বিভিন্ন ধরনের রোগনির্ণয়, কারিগরি, নিরাময়মূলক ও সমর্থনমূলক সেবা প্রদান করে থাকেন।
সহযোগী স্বাস্থ্য পেশাসমূহের তালিকা
দেশ বা স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর নির্ভর করে নিচের তালিকায় ভুক্তি পেশা বা পেশাদারী ক্ষেত্রগুলির সীমিত একটি অংশ বিরাজ করতে পারে, বা এগুলির উপর বিধিনিষেধ থাকতে পারে।
- অচেতন প্রযুক্তিবিদ (Anesthesia technician)
- অন্তর্বীক্ষণ কারিগর (Endoscopy technician)
- অস্ত্রোপচার বিভাগ সহকারী (Operating department practitioner)
- অস্থিফলকবিদ (Orthotist) / নকলাঙ্গবিদ (prosthetist)
- ঔষধ প্রস্তুতি ও ব্যবহার কারিগর (Pharmacy Technician)[1]
- জীবাণুমুক্ত প্রক্রিয়াজাতকরণ কারিগর (Sterile processing technician)
- খাদ্যাভ্যাসবিদ (Dietitian) / পুষ্টিবিদ (Nutritionist)
- চক্ষুমিতিবিদ (Optometrist)
- চিকিৎসা নথিরক্ষক (Medical scribe)
- চিকিৎসা প্রতিলিপিকরণ (Medical transcriptionist)
- চিকিৎসা রঞ্জনবিজ্ঞানী (Medical radiation scientist)
- চিকিৎসা সংকেতলেখক (Medical coder)
- চিকিৎসা সহকারী (Medical assistant)
- চিকিৎসালয় কর্মকর্তা (Clinical officer)
- জরুরি চিকিৎসা কারিগর (Emergency medical technician)
- জরুরি চিকিৎসাসেবক (Paramedic)
- বৃক্কীয় ঝিল্লিবিশ্লেষণ প্রযুক্তিবিদ (Renal dialysis technologist)[2]
- দন্ত স্বাস্থ্যবিধিবিদ (Dental hygienist)
- দন্তপংক্তিবিদ বা দাঁতের পাটিবিদ (Denturist / clinical dental technician]]
- দুগ্ধক্ষরণ পরামর্শক (Lactation consultant)
- চিকিৎসা দোভাষী (Medical interpreter)
- ধাত্রী (Midwife)
- পরিবেশগত স্বাস্থ্য কর্মকর্তা বা জনস্বাস্থ্য কর্মকর্তা (Environmental health officer / public health inspector)
- পুনর্বাসন উপদেষ্টা (Rehabilitation counselor)
- পুনর্বাসন কারিগর (Rehabilitation Technician)
- পেশাগত চিকিৎসক (Occupational therapist)
- প্রতিরোধমূলক দন্ত চিকিৎসক (Dental therapist)
- বাচন ও ভাষারোগবিদ (Speech and language pathologist)
- বিকিরণ চিকিৎসাবিদ (Radiation therapist / Radiotherapist / medical dosimetrist)
- বিনোদনমূলক চিকিৎসাবিদ (Recreational therapist)
- ব্যায়াম শারীরবিদ (Exercise physiologist)
- মনোবিজ্ঞানী (Psychologist) (not including U.K.)
- মল্লক্রীড়া প্রশিক্ষক (Athletic trainer)
- মানসিক স্বাস্থ্য উপদেষ্টা (Mental health counselor)
- মালিশ চিকিৎসাবিদ (Massage therapist)
- মেরুদণ্ড সঞ্চালক (Chiropractor)
- যাজক (Chaplain)
- যোগাযোগমূলক বিকার সহকারী (Communicative Disorders Assistant)
- রঞ্জনচিত্রবিদ (Radiographer) বা রঞ্জন প্রযুক্তিবিদ (radiology technologist); বিশেষজ্ঞ রঞ্জনচিত্রবিদ যেমন স্তনচিত্রবিদ, রক্তবাহচিত্রবিদ, ইত্যাদি এর অন্তর্ভুক্ত
- রঞ্জনবিদ (Radiologist) ও রঞ্জনচিকিৎসাবিদ (Radiotherapy specialist)
- রোগীভিত্তিক স্নায়ুশারীরবিজ্ঞান (Clinical neurophysiology)
- শব্দচিত্রণবিদ (Sonographer)
- শল্য প্রযুক্তিবিদ (Surgical technologist)
- শিরাভেদক (Phlebotomist)
- শিল্পকলা চিকিৎসাবিদ (Art therapist / art psychotherapist)
- শ্বসন চিকিৎসাবিদ (Respiratory therapist)
- শ্রুতিবিদ (Audiologist)
- সঙ্গীত চিকিৎসা (Music therapist)
- সমাজকর্মী (Social worker)
- সহকারী অচেতনবিদ (Anesthesiologist assistant)
- সিঞ্চনবিদ (Perfusionist)
- সুচরণবিদ (Pedorthist)
- সুদৃষ্টিবিদ (Orthoptist)
- স্বয়ং-পরিভরণবিদ (Autotransfusionist)
- হৃৎবাহ প্রযুক্তিবিদ (Cardiovascular technologist)
- হৃৎবিদ্যুৎলেখ কারিগর (Electrocardiogram technician)
আরও দেখুন
- স্বাস্থ্যসেবা প্রদায়ক (Health care provider)
- স্বাস্থ্য মানব সম্পদ (Health Human Resources)
- অনুমোদনবিহীন সহকারী কর্মচারীবৃন্দ (Unlicensed assistive personnel)
- তাৎক্ষণিক জরুরি চিকিৎসা (Paramedicine)
- বিকল্প চিকিৎসা (Alternative medicine)
তথ্যসূত্র
- "What is Allied Health?"। Association of Schools of Allied Health Professionals। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- Allied Health, Sciences। "Renal Dialysis Technology"। SRU AHS। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে সহযোগী স্বাস্থ্য পেশাসমূহ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- AMA Allied health professionals
- Association of Schools of Allied Health Professions (ASAHP)
- Allied Health Professionals on NHS Careers (UK)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.