সহজ ইংরেজি উইকিপিডিয়া

সহজ ইংরেজি উইকিপিডিয়া হল উইকিপিডিয়া বিশ্বকোষ। এটা প্রাথমিক ইংরেজিতে লেখা।[1] সহজ ইংরেজি উইকিপিডিয়ায় সংক্ষিপ্ত বাক্য এবং প্রত্যেকটি নিবন্ধে ইংরেজি উইকিপিডিয়া থেকে সহজ শব্দ এবং ব্যাকরণ ব্যবহার করা হয়েছে।

সহজ ইংরেজি উইকিপিডিয়া
স্ক্রিনশট
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ
উপলব্ধপ্রাথমিক ইংরেজি
সদরদপ্তরমিয়ামি, ফ্লোরিডা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটsimple.wikipedia.org
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ১৭ নভেম্বর ২০০৩ (2003-11-17)

বিভিন্ন দরকারে বিভিন্ন ব্যক্তি সহজ ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার করে থাকেন। কিছু উদাহরণ যারা সহজ ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার করেন:

এছাড়াও অনেকে কঠিন বাক্য বোঝার জন্য সহজ ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার করেন। ২০০৩ সালে সহজ ইংরেজি উইকিপিডিয়া যাত্রা শুরু করে। সহজ ইংরেজি উইকিপিডিয়ার ২,২৬,৩১৮টি নিবন্ধ রয়েছে৷ সেপ্টেম্বর ২০১৯ অনুযায়ী, সহজ ইংরেজি উইকিপিডিয়া ৫২তম ছিল৷[2]

তথ্যসূত্র

  1. Tim Dowling (জানুয়ারি ১৪, ২০০৮)। "Wikipedia too long-winded for you? Try the simple version"The Guardian। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-১৭
  2. Wikimedia list of Wikipedias and their statistics Retrieved 24 September 2019.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.