সলপ
সলপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার ডোমজুড় সিডি ব্লকের অধীনস্থ একটি জনগণনা নগর।[1]
সলপ | |
---|---|
জনগণনা নগর | |
সলপ | |
স্থানাঙ্ক: ২২.৬১° উত্তর ৮৮.২৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হাওড়া |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১১,৭৫৯ |
ভাষা | |
• কার্যক্ষেত্রে | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭১১৪০৮ এবং ৭১১৪০৯ |
লোকসভা কেন্দ্র | শ্রীরামপুর |
বিধানসভা কেন্দ্র | ডোমজুড় |
ওয়েবসাইট | howrah |
জনসংখ্যা
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে সলপের জনসংখ্যা হল ১১,৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ৬,০৫৭ জন এবং নারী ৫,৭০৩ জন।
এখানে সাক্ষর ৮,৭৯৩ জন । পুরুষদের মধ্যে সাক্ষর ৪,৮৩৭ জন এবং নারীদের মধ্যে ৩,৯৫৬ জন।
সলপে ১,২৭১ জন ৬ বছর বা তার কম বয়সী শিশু আছে।
ভৌগোলিক অবস্থান
সলপের অবস্থান হল ২২.৬১° উত্তর ৮৮.২৭° পূর্ব।[2]
তথ্যসূত্র
- "District-wise list of stautory towns"। Census Commission of India। ২০০৭-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৮।
- "Yahoo maps of Salap"। Yahoo maps। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.