সরনা ধর্ম
সরনা ধর্ম হল ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের (ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ় ও ওড়িশা রাজ্যের অন্তর্গত অঞ্চলে) পবিত্র বনভূমি-কেন্দ্রিক একটি আদিবাসী ধর্মবিশ্বাস।[1] এই ধর্মের আচার-অনুষ্ঠানগুলি পালন করেন মূলত মুন্ডা, ভূমিজ, খারিয়া, বাইগা, হো, কুরুখ, সাঁওতাল । স্থানীয় বিশ্বাস অনুযায়ী, "সরনা" অর্থাৎ পবিত্র বনভূমিতে একজন "গ্রাম দেওতি" (গ্রামদেবতা) বাস করেন। তাঁর সামনে বছরে দুই বার বলি দেওয়া হয়। এই ধর্মবিশ্বাসটিকে "সরনা ধর্ম" বলে অভিহিত করা হলেও[2] ভারত সরকার এটিকে পৃথক ধর্মের স্বীকৃতি দেয় না।
মোট জনসংখ্যা | |
---|---|
আনু. ৭,৮৪১,৮৭০ - ৯,৩৪১,৮৭০ | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
ভারত | |
ঝাড়খণ্ড | ৪,২২৩,৫০০ |
পশ্চিমবঙ্গ | ২,৫১২,৩৩১ |
বিহার | ১,৩৪৯,৪৬০ |
ছত্তীসগঢ় | ৭৬৮,৯১০ |
ওডিশা | ৪৭৮,৩১৭ |
বাংলাদেশ | ৫০০,০০০ |
তথ্যসূত্র
- "Religious Complexity in Northeastern South Asia"। GeoCurrents। সংগ্রহের তারিখ ২০২১-১০-২১।
- Minahan 2012
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে সরনা ধর্ম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "Adivasi Religion and Society Network"। arsnetwork.org।
টেমপ্লেট:Religion in India topics
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.