সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রী কলেজ
হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রী কলেজ বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ২০০০ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে।[1]
হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রী কলেজ Govt. Hazi Jalal Uddin Mohila Degree College | |
---|---|
অবস্থান | |
, , | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | কলেজ |
প্রতিষ্ঠাকাল | ৩০ মার্চ ২০০০ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | জাতীয় বিশ্ববিদ্যালয় |
বিদ্যালয় জেলা | বরগুনা |
ইআইআইএন | ১০০৩৪৫ |
• ১১শ শ্রেণী | হ্যাঁ |
• ১২শ শ্রেণী | হ্যাঁ |
ভাষা | বাংলা, ইংরেজি |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | hazijalaluddinmohilacollege |
ইতিহাস
কলেজটি ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ২০১৩ সালে বি.এ(পাস) শ্রেনী খোলা হয়। ৩০ মার্চ ২০০৩ তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।[2]
তথ্যসূত্র
- "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"। www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- "সরকারি কলেজের তালিকা"। www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.