সরকারি কেশব চন্দ্র কলেজ
সরকরি কেসি কলেজ ঝিনাইদহ
সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ | |
---|---|
অবস্থান | |
ঝিনাইদহ [1] বাংলাদেশ ঝিনাইদহ , ৭৩০০ | |
তথ্য | |
নীতিবাক্য | মানুষ হওয়ার জন্য শিক্ষা |
প্রতিষ্ঠাকাল | ১৯৬০, সরকারিকরণ ১৯৮০ সাল |
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
কর্তৃপক্ষ | পরিচালনা পর্ষদ, সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ |
বিদ্যালয় কোড | ১১৬৫৫২ |
ইআইআইএন | ১১৬৫৫২ |
অধ্যক্ষ | ড. বি. এম. রেজাউল করিম |
অনুষদ | ৮ |
শ্রেণী | ১২ তম হতে শুরু |
লিঙ্গ | সহশিক্ষা কার্যক্রম |
শিক্ষার্থী সংখ্যা | ১২০০০ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | ঝিনাইদহ , ৭৩০০ |
শিক্ষায়তন | ২.৫ একর (১০,০০০ মি২) |
ক্যাম্পাসের ধরন | উপশহর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর |
ওয়েবসাইট | http://www.kccollege.com.bd |
সরকারি কেসি কলেজ কেশব চন্দ্র মহাবিদ্যালয় (বর্তমানে সরকারি কে.সি.কলেজ) বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
ইতিহাস
১৯৬০ সালের তৎকালীন ঝিনাইদহ মহকুমার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ঝিনাইদহ শহরের বিশিষ্ট সমাজসেবক বাবু কেশব চন্দ্র পাল এই কলেজটির প্রতিষ্ঠাতা পুরষ। তিনি কলেজটির মূলভবন (বর্তমান এটি অধ্যক্ষের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে) ও জমি দান করেন এবং তার নামানুসারে কলেজটির নামকরণ করা হয়। ঝিনাইদহ মহকুমার তৎকালীন এসডিও জনাব এম.কে আনোয়ার (সিএসপি) এই কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কলেজটি সরকারিকরণ করা হয়।[2][3][4][5][6]
শিক্ষা ও অন্যান্য কার্যক্রম
বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, ১৪টি বিষয়ে স্নাতক ও ৫টি বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে সর্বমোট ১২০০০ ছাত্রছাত্রী কে পাঠদান করা হচ্ছে।[3][5][6] পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, রোভার স্কাউট, গার্ল-ইন-রোভার এবং রেডক্রিসেন্ট এর মতো সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত। তাছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
বিভাগসমূহ
বিভাগসমূহ | বিভাগসমূহ | বিভাগসমূহ | বিভাগসমূহ |
---|---|---|---|
এইচ.এস.সি - বিজ্ঞান | বাংলা বিভাগ | পদার্থবিজ্ঞান বিভাগ | রাষ্ট্রবিজ্ঞান বিভাগ |
এইচ.এস.সি - বাণিজ্য | ইংরেজি বিভাগ | রসায়ন বিভাগ | অর্থনীতি বিভাগ |
এইচ.এস.সি - মানবিক | দর্শন বিভাগ | গণিত বিভাগ | ব্যবস্থাপনা বিভাগ |
ইতিহাস ও সাংস্কৃতি বিভাগ | উদ্ভিদ বিজ্ঞান বিভাগ | হিসাব বিজ্ঞান বিভাগ | |
প্রণিবিজ্ঞান বিভাগ |
প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক
১। মোঃ মসিউর রহমান, ঝিনাইদহ-২ আসনের ৪ বার নির্বাচিত সংসদ সদস্য।
২। মোঃনাজমুল ইসলাম(গণিত বিভাগ), লোহাগড়া, নড়াইল।
৩। আল ইমরান(গণিত বিভাগ),যুগ্ম সাধারন সম্পাদক, ঝিনাইদহ জেলা ছাত্রলীগ
৪। মোঃ এনামুল হক টগর(গণিত বিভাগ)
৫। সাকিব মোহাম্মদ আল হাসান, পরিচালক, প্রতিভাস স্কুল
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- "Official website / K.C. college , Jhenaidah"। ৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।