সম্বরন বন্দ্যোপাধ্যায়

সম্বরন বন্দ্যোপাধ্যায় (জন্ম ১ নভেম্বর ১৯৫৩) [1] একজন ক্রিকেট কোচ, একজন কলামিস্ট, টিভি বিশ্লেষক এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল -এর একজন প্রশাসক ছিলেন। এর পাশাপাশি তিনি বাংলা ক্রিকেট দলের প্রধান নির্বাচকও ছিলেন। ৩ ডিসেম্বর ২০১৫-এ দেবাং গান্ধীকে প্রধান নির্বাচক হিসেবে নির্বাচিত করার পর তিনি প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি ছিলেন একজন প্রাক্তন বাংলার ক্রিকেটার এবং বাংলাকে রঞ্জি জয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি ভারতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেট নির্বাচকও ছিলেন, সৌরভ গাঙ্গুলীকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন।[2]

ফিল্মগ্রাফি

তথ্যসূত্র

  1. "Sambaran Banerjee"। CricketArchive। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫
  2. Rudrajyoti Kar Chowdhury (২৩ মার্চ ২০১২)। "Sambaran Banerjee talks about Sourav Ganguly in an exclusive Interview"। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.