সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা

সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। এটি বর্তমানে বাংলাদেশী ফুটবল লীগের ২য় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে।[1] [2] [3]

সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা
প্রতিষ্ঠিত২০ ফেব্রুয়ারি ১৯৮০ (1980-02-20)
মালিক নাঈম রহমান
সভাপতি হাসান ইসলাম
হেড কোচ গাজী জসিম উদ্দিন
লিগবাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

ইতিহাস

১৯৮০ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি ২০২২ সালে ২০২১-২২ ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা জিতে। পরে ক্লাবটিকে পদোন্নতি দিয়ে ২০২২-২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ দেওয়া হয়। ক্লাব তার ইতিহাসে এই প্রথম বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে।[4] [5]

বর্তমান খেলোয়াড়

আসন্ন মৌসুমের জন্য এখনো দল ঘোষণা করেনি ক্লাব ম্যানেজমেন্ট।

ক্লাব ব্যবস্থাপনা

বর্তমান কারিগরি কর্মীরা

অক্টোবর ২০২২ অনুযায়ী

অব. অবস্থান নাম সূত্র
প্রধান কোচ গাজী জসিম উদ্দিন
সহকারী প্রশিক্ষক

হেড কোচের রেকর্ড

২০ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
প্রধান কোচ থেকে প্রতি পৃ ডব্লিউ ডি এল জিএফ জিএ %W
গাজী জসিম উদ্দিন ২০ অক্টোবর ২০২২ বর্তমান !

তথ্যসূত্র

  1. "Somaj Kallyan KS Mugda statistics, news, fixtures, results"www.azscore.com। ৮ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২
  2. "Samaj Kalyan & Krira Prisad Mugda emerge champions"www.footballbangladesh.com। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২
  3. "বসুন্ধারা গ্রুপ প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন সমাজ কল‍্যাণ কেএস মুগদা"www.globalsports.bd.com। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২
  4. "প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন মুগদা সমাজ কল্যান!"Offside Desk। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২
  5. "মুগদা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ চ্যাম্পিয়ন"www.footballbangladesh.com। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.