সমরেন্দ্র নারায়ণ দেব
সমরেন্দ্র নারায়ণ দেব (অসমীয়া: সমৰেন্দ্ৰ নাৰায়ণ দেৱ: ইংরেজি: Samarendra Narayan Dev ) আসামের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। ১৯৭১ সালে তিনি অরণ্য নামক চলচ্চিত্রের মাধ্যমে অসমীয়া চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি সর্বমোট ৫টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ১৯৭১ সালে তিনি অরণ্য নামক চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ আঞ্চলিক চলচ্চিত্রের রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছেন[1]।
সমরেন্দ্র নারায়ণ দেব | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
পরিচালিত চলচ্চিত্র
সমরেন্দ্র নারায়ণ দেব সর্বমোট ৫টি চলচ্চিত্র পরিচালনা করেছেন[1]
চলচ্চিত্রের নাম | বৰ্ষ | উদ্ধৃতি |
---|---|---|
অরণ্য | ১৯৭১ | |
পুতলা ঘর | ১৯৭৬ | |
সোণর হরিণ | ১৯৭৯ | |
রাজা | ১৯৮১ | |
কাজিরঙার কাহিনী | ১৯৮২ | |
বীর চিলারায় | ২০১২[2] |
তথ্যসূত্র
- "Film Directors"। enajori.com। ২০১৩-০১-২২। ২০১৫-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.