সমদর্শী দত্ত
সমদর্শী দত্ত হলেন একজন বাঙালি অভিনেতা। তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[1][2] সমদর্শী ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার স্নাতক। আমি আদু (২০১১), ইচ্ছে (২০১১),[3] ভূতের ভবিষ্যৎ (২০১২), খোলা হাওয়া (২০১২), তবে তাই হোক (২০১২), দেখা, না দেখায় (২০১৩), নীল-লোহিত (২০১৩), জীবন স্মৃতি (২০১৩) ও সাঙ্গাবোরা (২০১৬) প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।
সমদর্শী দত্ত | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | তিতাস ভৌমিক |
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | পরিচালক | দ্রষ্টব্য |
---|---|---|---|
২০১৮ | নীলাচলে কিরীটী | সুব্রত | বসন্ত রজনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র |
২০১৬ | সাঙ্গাবোরা | অর্ক | |
২০১৬ | কিরীটী ও কালোভ্রমর | সুব্রত | কালোভ্রমর অবলম্বনে নির্মিত চলচ্চিত্র |
২০১৫ | শেষ অঙ্ক | তথাগত বন্দ্যোপাধ্যায় | |
২০১৫ | ঝুমুরা | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |
২০১৪ | রূপনগর কে চিতেহ্ | বিপুল অম্রুতলাল শাহ | |
২০১৩ | জীবনস্মৃতি | ঋতুপর্ণ ঘোষ | রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবলম্বনে নির্মিত তথ্যচিত্র |
২০১৩ | নীল-লোহিত | বিষ্ণু পালচৌধুরী | |
২০১৩ | ডামাডোল | মনোজ মিশিগান | |
২০১৩ | কিডন্যাপার | রূপক মজুমদার | |
২০১৩ | দেখা, না-দেখায় | অর্ণব ঘোষাল | |
২০১২ | তবে তাই হোক | সৌগত রায় বর্মন | |
২০১২ | খোলা হাওয়া | অনুপ বসু | |
২০১২ | ভূতের ভবিষ্যৎ | অনীক দত্ত | |
২০১১ | ইচ্ছে | শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় | |
২০১১ | আমি আদু | সোমনাথ গুপ্ত | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ বাংলা কাহিনীচিত্র) |
২০১১ | হিং টিং ছট | অনসূয়া রায়চৌধুরী | |
২০০৯ | সাথী আমার বন্ধু আমার | অনিন্দ্য সরকার |
তথ্যসূত্র
- "Samadarshi Dutta"। Bengali Movies (website)। ২৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২।
- "Samadarshi Dutt filmography"। Gomolo। ৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২।
- "Bengali Film Actor Samadarshi Dutta on Icche"। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সমদর্শী দত্ত (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.