সমতট এক্সপ্রেস
সমতট এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা। ট্রেনটি লাকসাম–নোয়াখালী রেলপথে চলাচল করে নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলাকে সংযুক্ত করেছে।[1][2][3]
যাত্রাবিরতি
সময়সূচি
সমতট এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- নোয়াখালী থেকে ছাড়ে সকাল ৭ টায়, লাকসাম পৌঁছায় সকাল ৮টা ৫০ মিনিটে।[4]
- লাকসাম থেকে ছাড়ে সন্ধ্যা ৬টায়, নোয়াখালী পৌঁছায় রাত ৭টা ৫৫ মিনিটে।
তথ্যসূত্র
- "নোয়াখালীতে সমতট এক্সপ্রেস লাইনচ্যুত"। www.prothom-alo.com। ২০১০-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- "লাকসামে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ২ যাত্রীবাহী ট্রেন"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- "Train derails in Laksam" [লাকসামে ট্রেন লাইনচ্যুত]। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২০১৪-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৭।
- রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-০৮)। "নোয়াখালী ট্রেনের সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.