সবর্ণী মনু
সাবর্ণি মনু বা সূর্য-সাবর্ণি মনু হল অষ্টম মনুর নাম অর্থাৎ পরবর্তী মনু। হিন্দু ধর্মগ্রন্থ বিশেষ করে বিষ্ণুপুরাণে, ১৪ মনুর নাম উল্লেখ করা হয়েছে।[1] হিন্দুগ্রন্থ অনুসারে বর্তমানে সপ্তম মনু অর্থাৎ বৈবস্বত মনুর মন্বন্তর নামে চলছে। সূর্য সাবর্ণিক মানে হলো সূর্যের সদৃশ। তিনি হলেন সূর্যদেব সূর্য ও ছায়া দেবীর পুত্র।[2] সাবর্ণির ছেলেদের নেতৃত্বে থাকবেন নির্মোক, এবং দেবতাদের মধ্যে সুতপা। বিরোচনের পুত্র বলী হলেন ইন্দ্র, এবং গালব ও পরশুরাম সাতজন ঋষির মধ্যে রয়েছেন। মনুর এই যুগে, ঈশ্বরের পরম ব্যক্তিত্বের অবতার সূর্য ও সরণ্যার (সংজ্ঞা) পুত্র শ্রাদ্ধদেব হিসেবে আবির্ভূত হয়।
হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
|
তথ্যসূত্র
- Knapp, Stephen (২০১২)। Hindu Gods & Goddesses (ইংরেজি ভাষায়)। Jaico Publishing House। আইএসবিএন 978-81-8495-366-4।
- Chaturvedi, B. K. (২০০৬)। Vishnu Purana (ইংরেজি ভাষায়)। Diamond Pocket Books (P) Ltd.। আইএসবিএন 978-81-7182-673-5।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.