সপ্তর্ষি (তারামণ্ডল)

সপ্তর্ষিমন্ডল /ˈɜːrsə ˈmər/ ইংরেজি Ursa Major বা Great Bear। [1] দ্বিতীয় শতকের জ্যোতির্বিদ টলেমি কর্তৃক প্রণীত ৪৮টি তারামণ্ডলের একটি। আধুনিক কালে বর্ণিত ৮৮টি তারামণ্ডলের তালিকায়ও এটি তৃতীয় বৃৃহত্তম । এটিি সাতটি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল। উত্তরগোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলকে দেখা যায়। উপমহাদেশের জ্যোতির্বিদগণ সাত জন ঋষির নামে এই সাতটি তারার নামকরণ করেন তাই এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষিমন্ডল নামে পরিচিত হয়।

Ursa Major
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপUMa
জেনিটিভUrsae Majoris
উচ্চারণ/ˈɜːrsə ˈmər/,
genitive /ˌɜːrs məˈɒr[অসমর্থিত ইনপুট: 'ɨ']s/
প্রতীকবাদthe Great Bear
বিষুবাংশ১০.৬৭ ঘণ্টা
বিষুবলম্ব+৫৫.৩৩°
চতুর্থাংশNQ2
আয়তন১২৮০ বর্গডিগ্রি (৩য়)
প্রধান তারা৭, ২০
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৯৩
বহির্গ্রহবিশিষ্ট তারা২১
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাε UMa (Alioth) (১.৭৬m)
নিকটতম তারাLalande 21185
(৮.৩১ ly, ২.৫৫ pc)
মেসিয়ার বস্তু
উল্কাবৃষ্টিAlpha Ursa Majorids
Leonids-Ursids
সীমান্তবর্তী তারামণ্ডলDraco
Camelopardalis
[ লিঙ্কস(constellation)|Lynx]]
Leo Minor
[লিও (constellation)|Leo]]
Coma Berenices
কেন্স ভেনেটিসি
Boötes
+90° ও −30° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
এপ্রিল মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।
The Big Dipper or Plough

সাতজন ঋষির নাম:

  1. ক্রতু
  2. পুলহ
  3. পুলস্ত্য
  4. অত্রি
  5. অঙ্গিরা
  6. বশিষ্ঠ
  7. মরীচি

অবস্থান

সপ্তর্ষিমণ্ডল সারা বছর ধ্রুবতারার চারদিকে ঘোরে। সপ্তর্ষিমণ্ডলের প্রথম দু'টি তারা ক্রতু ও পুলহ-কে যোগ করে সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখা ধ্রুবতারার দিকে নির্দেশ করে, এবং রেখাটিকে বিপরীতে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে।

এতে বশিষ্ঠএর পাশে ছোটো একটি তারা দেখা যায়, নাম অরুন্ধতী। অরুন্ধতী ছিলেন ঋষি বশিষ্ঠের স্ত্রী।

নামকরণ

এ মণ্ডলীর ইংরেজি নাম Ursa major বা দি গ্রেট বিয়ার (the Great Bear) -এর অর্থ বৃহৎ ভালুক। গ্রিকরা অনেকগুলি তারা নিয়ে তৈরি বৃহদাকার ভালুক এর মতো নক্ষত্রমণ্ডলকে Ursa Major বলে শনাক্ত করেছিলেন যেখানে ভারতীয় নক্ষত্রমন্ডলটির সবচেয়ে উজ্জ্বল সাতটি তারাই পর্যবেক্ষণ করেন যেগুলি প্রশ্নবোধক চিহ্নের আকৃতিতে অবস্থান করে, তাই এমন নাম দেন। পাশ্চাত্যের মানুষও এই সাতটি তারা পর্যবেক্ষণ করেন এবং নাম দেন The Big Dipper, তবে তারা এটিকে তারামন্ডল বলে গণনা না করে তারামন্ডলের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র তারাগুচ্ছ বা asterism বলেই গণ্য করেন।

তথ্যসূত্র

  1. / Constellation Guide
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.