সন্দীপ (দ্ব্যর্থতা নিরসন)
সন্দীপ নামটি দিয়ে যাদের বোঝানো হতে পারে:
- সন্দীপ আনন্দ — ভারতীয় টেলিভিশন অভিনেতা।
- সন্দীপ উন্নিকৃষ্ণন — ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর।
- সন্দীপ কিষাণ — একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- সন্দীপ কুমার — একজন পুরুষ রেসওয়াকার।
- সন্দীপ গোদ — একজন ওমানি ক্রিকেটার।
- সন্দীপ পাতিল — ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার কেনিয়া ক্রিকেট দলের সাবেক কোচ।
- সন্দীপ রায় — ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সত্যজিৎ রায়ের একমাত্র পুত্র।
- সন্দীপ রায় — একজন বাংলাদেশী ক্রিকেটার।
- সন্দীপ লামিছানে — একজন নেপালি ক্রিকেটার।
- সন্দীপ শঙ্কলা — একজন ভারতীয় সেনা অফিসার।
- সন্দীপ শর্মা — একজন ভারতীয় ক্রিকেটার।
আরও দেখুন
- সন্দ্বীপ (দ্ব্যর্থতা নিরসন)
- "সন্দীপ" দিয়ে শুরু হওয়া সকল পাতা
- "সন্দীপ" ধারণকারী শিরোনামসহ সমস্ত পাতা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.