সন্তোষ দত্ত
সন্তোষ দত্ত (২ ডিসেম্বর ১৯২৫ – ৫ মার্চ ১৯৮৮) একজন বাঙালি অভিনেতা ছিলেন। তিনি সত্যজিৎ রায় পরিচালিত দুটি ফেলুদা সিরিজের চলচিত্র সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথে জটায়ুর ভূমিকায় অভিনয় করেছিলেন।
সন্তোষ দত্ত | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৫ মার্চ ১৯৮৮ ৬৩) | (বয়স
জাতীয়তা | ভারত |
পেশা | অভিনেতা, ফৌজদারি উকিল[1] |
সন্তান | লাবণ্যা প্রামাণিক[1] |
চলচ্চিত্র তালিকা
সন্তোষ দত্তের অভিনীত কয়েকটি ছবি হল
- পরশ পাথর (১৯৫৮)
- হেডমাস্টার (১৯৫৮)
- তিন কন্যা (১৯৬১)
- মহাপুরুষ (১৯৬৫)
- গুপী গাইন বাঘা বাইন (১৯৬৮)
- স্ত্রীর পাত্র (১৯৭২)
- শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩)
- মর্জিনা আব্দুল্লাহ (১৯৭৩)
- সোনার কেল্লা (১৯৭৪)
- জাদু বংশ (১৯৭৪)
- জনঅরণ্য (১৯৭৬)
- অসাধারণ (১৯৭৬)
- সিস্টার (১৯৭৭)
- এক যে ছিল দেশ (১৯৭৭)
- এই পৃথিবীর পন্থনিবাস (১৯৭৭)
- শেষ রক্ষা (১৯৭৭)
- চারমূর্তি (১৯৭৮)
- জয় বাবা ফেলুনাথ (১৯৭৯)
- ঘটকালি (১৯৭৯)
- গণদেবতা (১৯৭৯)
- ব্রজবুলি (১৯৭৯)
- পাকা দেখা (১৯৮০)
- হীরক রাজার দেশে (১৯৮০)
- সন্ধি (১৯৮০)
- অভি (১৯৮০)
- গোপাল ভাঁড় (১৯৮০)
- সুবর্ণলতা (১৯৮১)
- ওগো বধূ সুন্দরী (১৯৮১)
- খেলার পুতুল (১৯৮২)
- মালঞ্চ (১৯৮২)
- রসময়ীর রসিকতা (১৯৮২)
- রাজেস্বরী (১৯৮৩)
- কাউকে বলো না (১৯৮৩)
- দুটি পাতা (১৯৮৩)
- শৃঙ্খল (১৯৮৩)
- পূজারিণী (১৯৮৪)
- শিলালিপি (১৯৮৪)
- শোরগোল (১৯৮৪)
- ললিতা (১৯৮৪)
- অমর গীতি (১৯৮৪)
- জয় পরাজয় (১৯৮৪)
- বৈকুণ্ঠের উইল (১৯৮৫)
- আমার পৃথিবী (১৯৮৫)
- নিশান্তে (১৯৮৫)
- হুলুস্থুল (১৯৮৫)
- দুই অধ্যায় (১৯৮৬)
- উর্বশী (১৯৮৬)
- শুভ কেমন আছো (১৯৮৬)
- আবীর (১৯৮৭)
- সম্রাট ও সুন্দরী (১৯৮৭)
- অগ্নি সংকেত (১৯৮৮)
- গিলি গিলি গে (১৯৮৯)
- পলাতক (১৯৯১)
তথ্যসূত্র
- "Baba never got his due: Santosh Dutta"। Dec 22, 2010, 12.00am IST। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সন্তোষ দত্ত (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.