সন্তোষপুর ইউনিয়ন, সন্দ্বীপ

সন্তোষপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

সন্তোষপুর
ইউনিয়ন
৪নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ
সন্তোষপুর
সন্তোষপুর
বাংলাদেশে সন্তোষপুর ইউনিয়ন, সন্দ্বীপের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°২৭′৫০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসন্দ্বীপ উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমহিউদ্দিন জাফার
আয়তন
  মোট১৭.০২ বর্গকিমি (৬.৫৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২২,৪২০
  জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৯.৮৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

সন্তোষপুর ইউনিয়নের আয়তন ৪২০৫ একর[1] (১৭.০২ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সন্তোষপুর ইউনিয়নের লোকসংখ্যা ২২,৪২০ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৪৫ জন এবং মহিলা ১১,৬৭৫ জন।[2]

অবস্থান ও সীমানা

সন্দ্বীপ উপজেলার বর্তমান সন্দ্বীপের সর্ব-উত্তরে সন্তোষপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সন্দ্বীপ চ্যানেলউড়িরচর ইউনিয়ন; দক্ষিণে কালাপানিয়া ইউনিয়ন, আমানউল্যা ইউনিয়নগাছুয়া ইউনিয়ন; পূর্বে সন্দ্বীপ চ্যানেলসীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন; উত্তরে সন্দ্বীপ চ্যানেলনোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেলনোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সন্তোষপুর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। পুরো ইউনিয়নকে একটি গ্রাম হিসাবে ধরা হলেও এখানে উত্তর পূর্বদিকের ১ ও ২ নং ওয়ার্ড এর কিছু অংশকে বড়তালুক বলে অবহিত করা হয়। এ ইউনিয়ন ৩টি মৌজায় বিভক্ত:

  • থাক সন্তোষপুর
  • মৌজা সন্তোষপুর
  • চর সন্তোষপুর

শিক্ষা ব্যবস্থা

সন্তোষপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.৮৮%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি বেসরকারি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়

[3]

মাদ্রাসা
  • সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা
  • সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসা

[4]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছুয়া সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দ্বীপবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

আনন্দ স্কুল
  • বড় তালুক আনন্দ স্কুল

[6]

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে সন্তোষপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-সন্তোষপুর সড়ক। এছাড়াও দক্ষিণাঞ্চলে যোগাযোগের জন্য সন্তোষপুর-সারিকাইত সড়ক রয়েছে। প্রধান যোগাযোগ মাধ্যম মোটরসাইকেল ও ট্যাক্সি।

ধর্মীয় উপাসনালয়

সন্তোষপুর ইউনিয়নে ২২টি মসজিদ[7], ৮টি ঈদগাহ[8] ও ১টি মন্দির[9] রয়েছে।

খাল ও নদী

সন্তোষপুর ইউনিয়নের উত্তরে মেঘনা নদীর মোহনা। এছাড়া ইউনিয়নটি নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এখানে অনেক খাল রয়েছে।[10]

হাট-বাজার

সন্তোষপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মুন্সির হাট।[11]

দর্শনীয় স্থান

  • সবুজ চর; ইউনিয়নের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বিশাল জায়গা জুড়ে অবস্থিত।
  • খেজুর তলা পিকনিক স্পট; ইউনিয়নের উত্তরে বিশাল জায়গা জুড়ে অবস্থিত।[12]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ মাকসুদুর রহমান[13]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং.চেয়ারম্যানের নামমেয়াদকাল
০১জবিউল পাবেজ দিলদার
০২মোহাম্মদ মাকসুদুর রহমান
০৩বিন কাসিম
০৪তোফায়েল আহামেদ
০৫শামসুদ্দীন মিয়া
০৬মোহাম্মদ মাকসুদুর রহমান২০১১-বর্তমান

[14]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  3. "মাধ্যমিকবিদ্যালয় - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=12%5B%5D
  6. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭
  7. "মসজিদ - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭
  8. "ঈদগাহ - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  9. "মন্দির - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  10. "খাল ও নদী - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd। ২৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭
  11. "হাট বাজারের তালিকা - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  12. "দর্শনীয়স্থান - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  13. "জনাব মো: মাকসুদুর রহমান - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd
  14. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সন্তোষপুর ইউনিয়ন - সন্তোষপুর ইউনিয়ন"santoshpurup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.