সনি সাব
সাব টিভি হল টিভি একটি ভারতীয় সাধারণ বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল যেটি মাল্টি স্ক্রিন মিডিয়া প্রাঃ লিমিটেড এর মালিকানাধীন। চ্যানেলটি ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত।
সাব টিভি | |
---|---|
উদ্বোধন | এপ্রিল ২৩, ১৯৯৯ (২৩ বছর পূর্বে) |
মালিকানা | সনি পিকচার্স নেটওয়ার্কস |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এসডিটিভি) ১৬:৯ (১০৮০আই, এইচডিটিভি) |
দর্শকের ভাগ | ভারত: ৬৩% (সেপ্টেম্বর ২০১৫ , বিএআরসি) |
স্লোগান | হিন্দি: हंसते रहो इंडिया, বাংলা: হাসতে থাকো ইন্ডিয়া, ইংরেজি: India keep on laughing |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | সনি টিভি সনি ম্যাক্স সনি ম্যাক্স ২ সনি রক্স এইচডি সনি লিভ সনি সিক্স সনি মিক্স সনি আট এএক্সএন (ভারত) সনি লে প্লেক্স এ্যানিম্যাক্স সনি বিবিসি আর্থ সনি পিক্স সনি ইএসপিএন সনি টেন ১ সনি টেন ২ সনি টেন ৩ সনি টেন গলফ এইচডি সনি টেন ১ এইচডি সনি পিক্স এইচডি সনি সিক্স এইচডি সনি ইএসপিএন এইচডি এএক্সএন এইচডি সনি টিভি এইচডি সনি সাব এইচডি সনি ওয়াহ সনি পল সনি ম্যাক্স এইচডি সনি ইয়াই |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত) | চ্যানেল ১২৬ (এসডি) চ্যানেল ১২৭ (এইচডি) |
বিগ টিভি (ভারত) | চ্যানেল ২১০ (এসডি) |
ডিশ টিভি (ভারত) | চ্যানেল ১০৭ (এসডি) চ্যানেল ১০৬ (এইচডি) |
টাটা স্কাই (ভারত) | চ্যানেল ১৩৪ (এসডি) চ্যানেল ১৩২ (এইচডি) |
সান ডাইরেক্ট (ভারত) | চ্যানেল ৩২০ (এসডি) |
স্কাই (যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড) | চ্যানেল ৮১০ (এসডি) |
ভিডিওকন ডি২এইচ (ভারত) | চ্যানেল ১১০ (এসডি) চ্যানেল ৯০৫ (এইচডি) |
ডিশ নেটওয়ার্ক (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৭০১ |
ওএসএন (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) | চ্যানেল ২৮১ (এসডি) |
স্টারসাত (সাহারা-নিম্ন আফ্রিকা) | চ্যানেল ৫০৯ (এসডি) |
আকাশ ডিটিএইচ (বাংলাদেশ) | চ্যানেল ১৭৬ |
ক্যাবল | |
ডিজিটালে (ভারত) | চ্যানেল ১০৫ (এসডি) |
সিটি ক্যাবল (কলকাতা) | চ্যানেল ১১৬ (এসডি) চ্যানেল ২৬ (এইচডি) |
জিটিপিএল (ভারত) | চ্যানেল ০৭ (এসডি) |
ভার্জিন মিডিয়া (যুক্তরাজ্য) | চ্যানেল ৮০৭ (এসডি) |
স্টারহাব টিভি (সিঙ্গাপুর) | চ্যানেল ১৬৩ (এসডি) চ্যানেল ১৬৪ (সাব টিভি অন ডিমান্ড) |
ম্যান্থান ডিজিটাল (ভারত) | চ্যানেল ৫০৭ (এসডি) |
মাকাও ক্যাবল টিভি (মাকাও) | চ্যানেল ৫২২ (এসডি) |
ডেন ক্যাবল (ভারত) | চ্যানেল ১০৮ |
বেঙ্গল ডিজিটাল (বাংলাদেশ) | চ্যানেল ১০৪ (এসডি) |
আইপিটিভি | |
নাউ টিভি (হংকং) | চ্যানেল ৭৭৪ |
সিংটেল টিভি (সিঙ্গাপুর) | চ্যানেল ৬৪৮ |
মাই.টি (মরিশাস) | চ্যানেল ৩৮ |
হাইপটিভি (মালয়েশিয়া) | চ্যানেল ৩১১ |
স্ট্রিমিং মিডিয়া | |
টিভিপ্লেয়ার | সরাসরি দেখুন (শুধুমাত্র যুক্তরাজ্য) |
ভার্জিন টিভি এনিওয়্যার | সরাসরি দেখুন (শুধুমাত্র যুক্তরাজ্য) |
ইতিহাস
চ্যানেলটি একটি সাধারণ বিনোদনমূলক চ্যানেল হিসেবে শ্রী অধিকারী ব্রাদার্স কর্তৃক ২০০০ সালেরে ২৩ এপ্রিল তারিখে সর্বপ্রথম চালু করা হয়েছিল।[1] ২০০৩ সালে এটি একটি কমেডি কেন্দ্রিক চ্যানেল হিসাবে পুনরায় চালু করা হয়।[2] ২০০৫ সালের মার্চে, সাব টিভি সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এর অধিনে আসে এবং একটি যুব কেন্দ্রিক চ্যানেল রুপান্তরিত করা হয়।[3]
২০০৮ সালের জুনে চ্যানেলটি আবার একটি কমেডি কেন্দ্রিক চ্যানেল হিসাবে পুণর্গঠন করা হচ্ছে বলে ঘোষণা করা হয়।[4]
বর্তমান সম্প্রচারিত অনুষ্ঠানমালা
সাব টিভি বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, যেমন: কল্পনা, কমেডি অনুষ্ঠান, রোমাঞ্চকর গল্প, প্রেম কাহিনী, নীরব কমেডি ইত্যাদি। বর্তমান অনুষ্ঠানমালা
- তেনালি রাম:- সোমবার হতে শুক্রবার রাত ৮:০০ মিনিটে
- তারক মেহতা কা উল্টা চশমা:- সোমবার হতে শুক্রবার রাত ৮:৩০ মিনিটে
- সজন রে ফির ঝুট মাট বলো:- সোমবার হতে শুক্রবার রাত ৯:০০ মিনিটে
- সাত ফেরো কি হেরা ফেরি:- সোমবার হতে শুক্রবার রাত ৯:৩০ মিনিটে
- জীজাজী ছাদ পর হ্যায়:- সোমবার হতে শুক্রবার রাত ১০:০০ মিনিটে
- পার্টনার্স ট্রাবল হো গায়ি ডাবল:- সোমবার হতে শুক্রবার রাত ১০:৩০ মিনিটে
- আলাদিন নাম তো সোনা হুগা :-
সোমবার হতে শুক্রবার রাত ৯:০০ মিনিটে
তথ্যসূত্র
- "Televisionpoint.com | Lounge | SAB TV"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪।
- Indiantelevision dot com's Breaking News : SAB TV primed for humour
- Indiantelevision.com > News Headlines > Sony buying Sab TV brand for $ 13 million
- "SAB turns to comedy... again"। ২৬ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪।
- "Sony Sab to start new weekend time band from 21 July"। জুলাই ৭, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০১৮।
- "Super Sisters Coming soon on Sony SAB"। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৮।
- "India Ke Mast Kalandar"। YouTube (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৮।