সত্যরাম মজুমদারের মঠ

সত্যরাম মজুমদারের মঠ (নাওড়া মঠ নামেও পরিচিত) বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[1]

সত্যরাম মজুমদারের মঠ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাচাঁদপুর
অবস্থান
অবস্থানশাহরাস্তি
রাজ্যচট্টগ্রাম
দেশবাংলাদেশ
স্থাপত্য
সৃষ্টিকারীসত্যরাম মজুমদার/শৈলনাথ মজুমদার

অবস্থান

সত্যরাম মজুমদারের মঠ চাঁদপুর জেলা জেলার শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে অবস্থিত।

ইতিহাস

তিন শতাধিক বছরের পুরনো এই মঠ সাহাপুর রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার[2] ১৭৯১ সালে নির্মাণ করেন।[3] তবে এর প্রতিষ্ঠাতাকে নিয়ে দ্বিমত রয়েছে। কারো কারো মতে এই মঠটির প্রতিষ্ঠাতা জমিদার শৈলনাথ মজুমদার, যিনি তার মায়ের সমাধির উপর স্মৃতিস্তম্ভ হিসেবে মঠটি তৈরি করেছিলেন।[4]

বর্তমান অবস্থা

চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় বর্তমানে নাওড়া মঠকে নতুন আঙ্গিকে সাজানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।বর্তমানে এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন করে নতুন আঙ্গিকে পুনঃনির্মাণ করা হচ্ছে।

তথ্যসূত্র

  1. "প্রত্নস্হলের তালিকা"archaeology.gov.bdপ্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯
  2. "নাওড়া মঠ - শাহরাস্তি উপজেলা তথ্যবাতায়ন"। ১৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৮
  3. "ইতিহাস"
  4. চাঁদপুর জেলার দর্শনীয় স্থান - স্বপ্নবাজ ডটকম
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.