সড়ক পরিবহন

সড়ক পরিবহন হচ্ছে সড়ক বা রাস্তা ব্যবহার করে পরিবহন। সড়ক পরিবহনকে মোটাদাগে পণ্য পরিবহন ও মানুষ পরিবহন এই দুই ভাগে ভাগ করা যেতে পারে । অনেক দেশেই এই দুই শ্রেনীর মধ্যে লাইসেন্সিং ও নিরাপত্তা বিধিমালার পার্থক্য রয়েছে । সড়কে চলাচল সাইকেল , গাড়ী, ট্রাক অথবা ঘোড়া বা ষাঁড়ের মত যেকোন প্রাণী দ্বারা হতে পারে। রোমান , পারস্য সহ বিভিন্ন প্রাচীন সমাজে সড়কের সংযোগ ব্যবস্থা গৃহীত হয়েছিল । ট্রাক কোম্পানি দ্বারা পণ্য পরিবাহিত হলেও যাত্রী পরিবাহিত হয় গণপরিবহন ব্যবস্থায় । নির্দিষ্ট লেন ও ট্রাফিক চিহ্ন আধুনিক সড়কের অন্যতম বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঞ্চলের রাস্তা গুলো আন্তঃপ্রদেশ সড়ক ব্যবস্থার সাথে যুক্ত।

পার্থ, পশ্চিম অস্ত্রেলিয়ার একটি গণ পরিবহন বাস ।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.