সঞ্চিতা ভট্টাচার্য
সঞ্চিতা ভট্টাচার্য (জন্ম: ১৯ ফেব্রুয়ারি ১৯৯২) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সুরকার এবং সঙ্গীত প্রযোজক। তিনি ২০০৬ সালে মাত্র ১৪ বছর বয়সে জি টিভির সা রে গা মা পা লি'ল চ্যাম্পস প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে সঙ্গীত জগতে পরিচিতি লাভ করেন৷ তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় নেপথ্য গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।[1][2][3][4]
সঞ্চিতা ভট্টাচার্য | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | ১৯ ফেব্রুয়ারি ১৯৯২
ধরন | ফিল্মি, পপ, রক, পশ্চিমি, শাস্ত্রীয়, ভজন, গজল |
পেশা | নেপথ্য সঙ্গীতশিল্পী, টেলিভিশন উপস্থাপক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | ২০০৬–বর্তমান |
লেবেল | ইউনিভার্সাল মিউজিক, টাইমস মিউজিক, সোনি মিউজিক, জি মিউজিক টি-সিরিজ, টিপস, সারেগামা, ভেনাস |
ডিস্কোগ্রাফি
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে |
সাল | চলচ্চিত্র | গান | সঙ্গীত পরিচালক | সহ গায়ক | ভাষা |
---|---|---|---|---|---|
২০০৭ | বাল গণেশ | হাতি কা বাল হ্যায় | সমীর ট্যান্ডন | একক সঙ্গীত | হিন্দি |
২০০৮ | মিথ্যা | জ়ারা জ়ারা | সাগর দেশাই | একক সঙ্গীত | |
২০১৩ | ইয়ামলা পাগলা দিওয়ানা ২ | ইয়ামলা পাগলা দিওয়ানা | শরীব-তোশী | সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবন, রাহুল শেঠ | |
সাড়ি দারু দা পানি (ওয়াইপিডি ভার্সন) | তোশী সবরী, রাহুল শেঠ | ||||
কৃষ্ণরুপা | জয় জয় কৃষ্ণ | রুপা রামন | একক সঙ্গীত | ||
শ্রীনাথজী দর্শন | অন্বেষা, শ্রাবনী চৌধুরী | ||||
২০১৪ | কাঞ্চী: দ্যা আনব্রেকেবল | কোশাম্পা | ইসমাইল দরবার | অন্বেষা ও সুভাষ ঘাই | |
কম্বল কে নীচ | নীতি মোহন, ঐশ্বর্য মজমুদার | ||||
আদিয়ে আদিয়ে | অভ্রিল কোয়াডরস | ||||
মাসুম | আজ থেকে তুমি | সঞ্জীব সরকার | প্রসেনজিৎ মল্লিক | বাংলা | |
২০১৮ | পুরুলিয়া এক্সপ্রেস (অ্যালবাম) | অ্যান্টি-ভাইরাস | শুভম গাঙ্গুলী | রাজ চক্রবর্তী | |
দাঙ্গা: দ্যা রিয়ট | চল সনম | সৌমিত্র কুণ্ডু | সুজয় ভৌমিক | ||
সাগর মেরে পাস (অ্যালবাম) | সাগর মেরে পাস | পার্থ ব্যানার্জী | পার্থ ব্যানার্জী | হিন্দি | |
অ্যান্টি ভাইরাস (অ্যালবাম) | দ্যা লাস্ট ওয়ার্ড | শুভম গাঙ্গুলী | একক সঙ্গীত | বাংলা | |
মেমরি | রাজ চক্রবর্তী | ||||
সাউন্ড অফ বাংলাদেশ | |||||
পুরুলিয়া এক্সপ্রেস | |||||
১৮+ | |||||
বাটারফ্লাই | |||||
বুড়ি | |||||
২০১৯ | ভুলতে পারিনি (অ্যালবাম) | ভুলতে পারিনি | শান্তিরাজ খোসলা | একক সঙ্গীত | |
তুমি বিনা বন্ধু (অ্যালবাম) | তুমি বিনা বন্ধু | বৈদ্যনাথ দাশ | শ্যাম পাল | ||
ভোকাট্টা | বুলাদি (আইটেম গান) | একক সঙ্গীত |
তথ্যসূত্র
- "Sa Re Ga Ma Pa winner Sanchita Bhattacharya to sing item number"।
- "The Telegraph - Calcutta : Nation"। www.telegraphindia.com। ২০০৬-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "The Tribune - Magazine section - Saturday Extra"।
- "Bollywood break"। The Hindu। ২০০৬-১১-২৩। ২০১২-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-০৪।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে সঞ্চিতা ভট্টাচার্য সংক্রান্ত মিডিয়া রয়েছে।
টেমপ্লেট:সঞ্চিতা ভট্টাচার্য
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.