সজল নূর
আব্দুন নূর সজল একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং মডেল।[1][2] টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সজল মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন।[3][4] তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জ্বীন, হারজিৎ, রান আউট। তার অসামান্য অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।
সজল নূর | |
---|---|
![]() | |
জন্ম | আব্দুন নুর সজল ২০ ফেব্রুয়ারি ১৯৮০ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা এবং মডেল |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
শৈলী | নাটক, রোমান্স চলচ্চিত্র, কমেডি, অ্যাকশন |
উচ্চতা | ৫ ফু ৪ ইঞ্চি (১.৬৩ মি) |
পুরস্কার | মেরিল-প্রথম আলো পুরস্কার |
শৈশব
সজল নুর একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় উচ্চশিক্ষা লাভ করেন।[5]
পেশা
সজল বাংলাদেশে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের একজন, তিনি মিডিয়াতে উপস্থাপক এবং মডেল হিসাবে পদার্পণ করেন। তিনি আফজাল হোসেন পরিচালিত "স্টারশিপ কনডেন্সড মিল্ক" এর টিভি বাণিজ্যিকের মাধ্যমে নিজেকে পর্দায় উপস্থাপন ছিলেন এবং তাকে কিউট শ্যাম্পুর টিভিসির মডেল হিসাবে বেছে নেওয়া হয়। সজল নূর ২০০০ সালে "ভার্জিন টাগডুম টাগডুম" নামে একটি জনপ্রিয় ম্যাগাজিন শোতে উপস্থাপক হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন।[6] ২০০৪ সালে, "তখনো জানতে বাকি ," নামে একটি নাটকের মাধ্যমে তার অভিনয়ের সূচনা করেছিলেন। পরবর্তীকালে আফজাল হোসেন পরিচালিত ‘হীরাফুল’ নাটকে অভিনেতা হিসাবে তিনি দর্শকমহলে স্বীকৃতি পান।[7]
তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ নামে একটি অ্যাকশন রোমান্টিক ছবিতে অভিনয়ের মাধ্যমে সজল রুপালি পর্দায় প্রবেশ করেছেন।[8][9]
চলচ্চিত্র
বছর | নাম | পরিচালক | সহ-শিল্পী | টীকা |
---|---|---|---|---|
২০১০ | নিঝুম অরণ্যে | মুশফিকুর রহমান গুলজার | আজমেরী হক বাঁধন | |
২০১২ | চারুলতা | সাইফুল ইসলাম মুন্নু | ||
২০১৪ | রান আউট[10] | তন্ময় তানসেন | মৌসুমি নাগ, রুমানা স্বর্ণা | ১৬ অক্টোবর ২০১৪ তারিখে মুক্তিপ্রাপ্ত |
২০২০ | জ্বীন | নাদের চৌধুরী | পূজা চেরি, জিয়াউল রোশন, জান্নাতুন নূর মুন | [11] |
হারজিৎ | বদিউল আলম খোকন | মাহিয়া মাহি |
টেলিভিশন
একক নাটক
বছর | নাটক | পরিচালক | সহ-শিল্পী | সম্প্রচারিত চ্যানেল | টীকা |
---|---|---|---|---|---|
২০০৪ | তখন জানতে বাকি | তন্ময় তানসেন | |||
হিরে ফুল | আফজাল হোসেন | ||||
বয়স যখন একুশ | তাহের শিপন | মেহবুবা মাহনূর চাঁদনী | |||
ভালবাসার পাঠশালা নেই | সৃষ্টি | বাধন | |||
হয়তোবা ভালবাসা | কৌশিক সংকর দাস | জাকিয়া বারী মম | |||
বাজি | জাকিয়া বারী মম | ||||
লাস্ট রেস | জাকিয়া বারী মম | ||||
গোধূলি | জাকিয়া বারী মম | ||||
অডিসি | জাকিয়া বারী মম | ||||
সামান্তার জন্য অর্কিড | জাকিয়া বারী মম | ||||
অর্বাচীন | জাকিয়া বারী মম | ||||
অনূভবে ভালবাসা | পপি | ||||
২০০৯ | এপার ওপার | নুঝাত আলভি আহমেদ | সারিকা | আলভী পরিচালিত টিভি নাটক | |
২০১০ | হারুনের মঙ্গল হোক | পারভেজ আমিন | মাহবুবা মেহরুন চাঁদনী | ||
পাত্র চাই না | মোহন খান | মীম, সারিকা, নাদিয়া, নওশিন | |||
আদর্শ রমণী | আকরাম খান | সারিকা সাবরিন | |||
সেলিব্রেটি একাত্তর | |||||
তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম | |||||
অনুতপ্ত | |||||
এই রাজকন্যা | |||||
২০১১ | ভালবাসা গ্রহণ | হিমেল আশ্রাফ | মীম, জলি | ||
এই ছেলে | মিজানুর রহমান আরিয়ান | মীম, নিরব | |||
ভালবাসি তাই | শিহাব শাহীন | মীম | |||
বিষ অথবা এক ফোঁটা জল | অঞ্জন আইচ | ||||
রাঁধা তুমি কার | মোহন খান | সারিকা | |||
রূপক চেহারা | সৈয়দ একবাল | সারিকা | |||
২০১২ | স্বপ্ন গুলো তাই অসমাপ্ত | মিজানুর রহমান আরিয়ান | মীম | ||
ভালবাসার কদম ফুল | মীম | ||||
ফুচকা | নুঝাত আলভি আহমেদ | জাকিয়া বারী মম | |||
রিভলভিং চেয়ার | অনুরূপ আইচ, রিপন মিয়াঁ | ||||
নিমেষ | |||||
রিমোট কন্ট্রোল | নুশরাত ইমরোজ তৃষা | ||||
কাজলের অন্তর্ধান | নুজহাত আলভী রহমান | মৌসুমি | |||
অতঃপর এক কাপ চা | পার্থ সরকার | ||||
গোধূলির পরে দেখা | মিজবাহ শিকদার | ||||
ফোন কল | দীপঙ্কর দীপন | ||||
মাই হাসব্যান্ড মাই হিরো | নুজহাত আলভী আহমেদ | ||||
হিল্লোল কল্লোল | আশরাফি মিঠু | ||||
একটি প্রেমের গল্প | আশরাফি মিঠু | ||||
প্রেম বাজ | নবী মোরশেদ | ||||
হাওয়া বেলুন | সকাল আহমেদ | ||||
কেমিস্ট্রি | শফিকুর রহমান শান্তনু
অনন্যা ইমন |
||||
মেঘ মল্লার কাব্য | |||||
আমি, ত্রিণা ও ম্যাজিক | তানিম রহমান | ||||
২০১৩ | ফড়িং | ফেরদৌস হাসান | মীম | ||
১৯৭১ সেই সব দিনগুলো | হৃদি হক | তিশা, মোশাররফ করিম | |||
আনন্দ | ফেরদৌস হাসান[12] | সুমাইয়্যা শিমু | |||
ভুল ঠিকানায় যাত্রা | মোহন খান | শখ | |||
জানালা কাব্য | ইমরান হোসেন ইমু | শখ | |||
দেয়ালের ওপারে আছে আকাশ | নুঝাত আলভি আহমেদ | অপি করিম | |||
স্টেশন মাস্টার | তন্ময় তানসেন | মীম | |||
তুমি আর | ফাহাদুল রেজা রুকু | মেহজাবিন | |||
কমন ডায়ালগ | নুঝাত আলভি আহমেদ | মেহজাবিন | |||
এবং একটি চিঠি | মাহবুব বাপ্পী | মীম | |||
তবুও রাত কেটে যায় | আফজাল হোসেন মুন্না | সারিকা | |||
শুধু একটা মিনিট | জিয়াউদ্দিন আলম | জাকিয়া বারী মম | |||
ভুত সমাচার | অঞ্জন আইচ | ভাবনা, মনিরাজ | |||
ভালোবাসায় শিক্ত নিরুম্পা | বি উ শুভ | পপি | |||
লুকোচুরি | শাহীন কবির টুটুল[13] | মেহজাবিন , জাকিয়া বারী মম | |||
নুপুর | পার্থ সরকার | নিপুন | |||
মা | জি এম সৈকত | রাহা | |||
পান্ডুলিপির শেষের কথা কি ছিলো? | শাখাওয়াত হোসেন মানিক | সারিকা | |||
লাবুস লুঙ্গি | বিন্দু | ||||
এক টিকেটে দুই ছবি | লিটু শওকত | বিন্দু | |||
রঙতুলি | ইলিয়াস খান তমাল | জাকিয়া বারী মম | |||
মায়ের জন্য | জাকিয়া বারী মম | ||||
রিমোট কন্ট্রোল | বিদেশী গল্প অবলম্বনে | তিশা | |||
২০১৪ | ঘুণপোকা | জাকারিয়া শৌখিন,
শাখাওয়াত মল্লিক |
|||
স্বপ্ন শুরু যেখানে | |||||
গনী মিয়াঁর কোচিং সেন্টার | ফেরদৌস হাসান | ||||
হ্যালো আব্বাজান | মেজবাহ উদ্দিন সুমন,
আরিফ আহনাফ |
||||
ইশারার অপেক্ষায় | মেজবাহ উদ্দিন সুমন | ||||
২০১৫ | পুনশ্চ ভালবাসা ভালবাসি | কৌশিক সংকর দাস | মিলা হোসেন | ||
কলাপাতার ঘর | জিএম সৈকত | বাধন | এটিএন বাংলা | ||
বেলা | কামনা সীমা | ||||
তারপর নদী | নুজহাত আলভী আহমেদ | ||||
বোঝেনা সে বোঝেনা | |||||
আমাকে একটি গল্প দিবেন প্লিজ? | |||||
দ্য সাইন্স | |||||
কারেনের পাংখ্যা | |||||
শেষ অধ্যায় | |||||
সুন্দর অসুন্দর স্মার্ট | |||||
টার্গেট ০০৭ | |||||
হৃদয়টা ছুঁয়ে দেখো | |||||
ক্যানভাস অফ লাভ | |||||
আমার বুক ভেঙ্গে যায় | |||||
একটি ভালোবাসার গল্প | |||||
২০১৮ | গহীনে | তানজিন তিশা | |||
২০২১ | দ্য টিচার | মাবরুর রশিদ বান্নাহ | ইফতেখার রাফসান, অনামিকা ঐশী, রাশেদ আমরান, সাগর হুদা, জেরিন খান রত্না | এনটিভি | ঈদের বিশেষ নাটক [14] |
পুরস্কার
- ২০১১ - সেরা টিভি অভিনেতা[16]
- আরটিভি স্টার অ্যাওয়ার্ডস
বছর | বিভাগ | নাটক | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৩ | সেরা অভিনেতা | কালার অব লাইফ | বিজয়ী | [17] |
তথ্যসূত্র
- "Bangla New Film Run Out Picture and Latest News - Bangladesh"। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৪।
- "Shajal works from dawn to midnight"। ১৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৪।
- "Actor Abdun Noor Shajal"। www.observerbd.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
- "Sajal's first love letter!"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
- "Panjabi-pyjama is my favourite Eid attire: Sajal"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭।
- "Sajal: I am director's actor | Dhaka Tribune"। web.archive.org। ২০১৫-১১-২০। Archived from the original on ২০১৫-১১-২০। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
- "A mugger asked for my autograph - Sajal"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
- "Sajal's Big Screen emergence"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
- "Bangla New Film Run Out Picture and Latest News - Bangladesh - Zimbio"। web.archive.org। ২০১৩-১২-৩১। Archived from the original on ২০১৩-১২-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
- Ran Out (2014)
- "পেশাদার ফটোগ্রাফার সজল!"। The Daily Star Bangla। ২০১৯-১০-২০। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৩।
- "Sajal-Chadni pair up for Mother's Day drama"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭।
- BanglaNews24.com। "লতিফের শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭।
- "বান্নাহর পরিচালনায় নাটকে রাফসান, অন্তর্জালে আলোচনা"। NTV Online। ২ জুলাই ২০২১।
- "এনটিভি অনলাইনের প্রথম ড্রামা সিরিজ 'সৎ মা' আসছে আজ"। এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ২৯, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ৩০, ২০২১।
- "সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৮ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০।
- শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।