সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক

সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অভিষেক অ্যালবাম।[1] ১৯৭৭ সালে অ্যালবামটি গাথনি রেকর্ডস থেকে ভারতে মুক্তি পায়।[2] অ্যালবামর গানগুলো ১৯৭৬ থেকে ১৯৭৭ সালের মধ্যে দলটির গঠনের সময়কালে কলকাতার স্থানীয় স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল। সেই সময়ে ব্যান্ডের সদস্যদের মধ্যে ছিলেন গৌতম চট্টোপাধ্যায় (কণ্ঠ, বেস গিটার, স্যাক্সোফোন), বিশ্বনাথ চট্টোপাধ্যায় (ড্রাম, বেস, বাঁশি), প্রদীপ চট্টোপাধ্যায় (বেস, বাঁশি), রঞ্জন ঘোষাল (এমসি, ভিজ্যুয়াল, মিডিয়া সম্পর্ক), এব্রাহাম মজুমদার (কণ্ঠ, পিয়ানো, বেহালা), তাপস দাস (কণ্ঠ, গিটার) এবং তপেশ বন্দ্যোপাধ্যায় (কণ্ঠ, গিটার)।[3] গৌতম ব্যান্ডের প্রাথমিক গীতিকার হিসেবেও কাজ করলেও, তিনি সম্মিলিতভাবে অ্যালবামটিতে মাত্র একটি ট্র্যাকে অবদান রেখেছিলেন। যেখানে রঞ্জন এককভাবে একটি এবং একটি এবং গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাসতপেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথভাবে তিনটি গান লিখেছেন।

সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
মহীনের ঘোড়াগুলি কর্তৃক ইপি
মুক্তির তারিখ১৯৭৭ (1977)
শব্দধারণের সময়১৯৭৬-১৯৭৭
স্থানকলকাতা
ঘরানা
দৈর্ঘ্য১১:৩৫
সঙ্গীত প্রকাশনীগাথনি রেকর্ডস
মহীনের ঘোড়াগুলি কালক্রম
সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
(১৯৭৭)
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
(১৯৭৮)

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নাম অ্যালবামের শিরোনামে ব্যবহৃত হয়েছে। এর প্রচ্ছদ পরিকল্পনা এবং নকশা করেছেন রঞ্জন ঘোষাল, সর্বমিতা চ্যাটার্জী এবং সঙ্গীতা ঘোষাল।[4]

এই অ্যালবামের দুটি গান, "সংবিগ্ন পাখিকূল" এবং "হায়, ভালোবাসি" পরবর্তীতে যথাক্রমে তাদের সহযোগী ঝরা সময়ের গান (১৯৯৬) এবং মায়া (১৯৯৭) অ্যালবামে পুনরায় পুনর্নির্মাণ করা হয়েছে। যাতে কন্ঠ দিয়েছেন, গৌতম চট্টোপাধ্যায়, রাজা ব্যানার্জী, বনি এবং ঋতুপর্ণা দাশ। "হায়, ভালোবাসি" ব্যান্ডের সরাসরি সেটতালিকায় দীর্ঘমেয়াদী গানে পরিণত হয়। প্রকাশের পর থেকে অ্যালবামটি বাংলা গানের দৃশ্যে বাউল-জ্যাজ অ্যালবাম হিসেবে বিবেচিত হয়েছে। অ্যালবামটি উৎসর্গ করা হয় ব্যান্ডের শুভাকাঙ্ক্ষী ও ভারতীয় সঙ্গীতশিল্পী ধূর্জটি চট্টোপাধ্যায়কে।[4]

মুক্তি

উভয় পাশে দুটি করে গানের সমন্বয়ে অ্যালবামটি ইপি ৪৫ আরপিএম রেকর্ড হিসেবে প্রকাশিত হয়েছিল।[5]

গানের তালিকা

এক
নং.শিরোনামলেখককন্ঠদৈর্ঘ্য
১."ভেসে আসে কলকাতা"রঞ্জন ঘোষাল, তাপস দাসতাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায়২:২১
২."মেরূন সন্ধ্যালোক"গৌতম চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষালগৌতম চট্টোপাধ্যায়৩:৫৩
মোট দৈর্ঘ্য:৬:১৪
দুই
নং.শিরোনামলেখককন্ঠদৈর্ঘ্য
৩."সংবিগ্ন পাখিকূল"রঞ্জন ঘোষালতপেশ বন্দ্যোপাধ্যায়২:০৩
৪."হায়, ভালোবাসি"রঞ্জন ঘোষাল, তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায়তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায়৩:১৮
মোট দৈর্ঘ্য:৫:২১

শিল্পীদের তালিকা

কারিগরী
  • সুশান্ত বন্দ্যোপাধ্যায় – প্রকৌশল
  • তরুণ বাগচী – অ্যাকোস্টিক সহযোগী
  • অসীম দত্ত – অ্যাকোস্টিক সহযোগী
  • রঞ্জন ঘোষাল – কথা, মিডিয়া সম্পর্ক

তথ্যসূত্র

  1. রোকনুজ্জামান (১৩ মার্চ ২০১১)। "Moheener Ghoraguli: Wild Horses of Musical Conviction"। ঢাকা: দ্য ডেইলি স্টার। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  2. ঘোষাল, রঞ্জন, সম্পাদক (৫ জানুয়ারি ২০০৮)। আবার বছর ত্রিশ পরে। পৃষ্ঠা ১১।
  3. Ojha, Satadru (২১ জুন ২০০৯)। "Song of the stallion"Times of India। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০
  4. ঘোষাল ১৯৭৭, পৃ. ২।
  5. "Moheener Ghoraguli - Shangbigno Pakhikul O Kolkata Bishayak"DiscogsDiscogs। ৩১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০

উৎস

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.