ষোলনল ইউনিয়ন
ষোলনল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন।
ষোলনল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ষোলনল ![]() ![]() ষোলনল | |
স্থানাঙ্ক: ২৩°২৯′৫৯″ উত্তর ৯১°৮′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বুড়িচং উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২০ |
অবস্থান ও সীমানা
বুড়িচং উপজেলার দক্ষিণাংশে ষোলনল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে গোমতী নদী ও ময়নামতি ইউনিয়ন, উত্তর-পশ্চিমে পীরযাত্রাপুর ইউনিয়ন, উত্তরে বুড়িচং সদর ইউনিয়ন, উত্তর-পূর্বে বাকশীমূল ইউনিয়ন, পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন, এবং দক্ষিণে গোমতী নদী ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ষোলনল ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
√ সোনার বাংলা কলেজ √ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় √ ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস স্কুল √ ভরাসার সূর্যোদয় কিন্ডার গার্টেন √ রুফিয়া খাতুন মডেল একাডেমি √ ইছাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা √ ইছাপুরা প্রাথমিক বিদ্যালয় √ ইছাপুরা কিন্ডারগার্টেন √পয়াত সোনামনি কিন্ডারগার্টেন √ পয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয় √ ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয় √ শিমিলখাড়া প্রাথমিক বিদ্যালয় √ সোনাইসার কিন্ডার গার্টেন √ পূর্বহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় √ খাড়াতাইয়া দাখিল মাদ্রাসা √ খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় √ খাড়াতাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় √ মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় √ মিথিলাপুর উচ্চ বিদ্যালয় √ মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় √ মহিষমারা উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
শাসনগাছা বাস স্টেশন থেকে ৫ কিলোমিটার উত্তর পশ্চিম এ ভরাসার বাজার ষোলনল ইউনিয়ন এর প্রাণকেন্দ্র
হাট-বাজার
ষোলনল ইউনিয়নের প্রধান বাজার হচ্ছে খাড়াতাইয়া নতুন বাজার। এছাড়া রয়েছে ভরাসার বাজার এবং বাবুর বাজার।