শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার

শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যে বিভাগে একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য রচনার জন্য প্রদত্ত একটি একাডেমি পুরস্কার। এটি এমন চিত্রনাট্যের জন্য প্রদান করা হয় যা পূর্বে প্রকাশিত হয় নি। ১৯৪০ সালে লেখনীর পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ কাহিনী বিভাগে একাডেমি পুরস্কার থেকে ভিন্ন এই পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৭ সাল থেকে এই দুটি পুরস্কার একত্র করে শুধু চিত্রনাট্যের জন্য পুরস্কার প্রদান করা হয়। ২০০২ সালে এই পুরস্কারের নাম লেখনী (সরাসরি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য) থেকে পরিবর্তন করে লেখনী (মৌলিক চিত্রনাট্য) করা হয়।

শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার
২০১৯-এর বিজয়ীদের একজন: বং জুন হো
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (এএমপিএএস)
প্রথম পুরস্কৃত১৯৪০
সর্বশেষ পুরস্কৃত২০২০
বর্তমানে আধৃতবং জুন-হোহান জিন-ওন
প্যারাসাইট (২০১৯)
ওয়েবসাইটoscars.org

উল্লেখযোগ্য মনোনয়ন

এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত প্রসিদ্ধ ঔপন্যাসিক ও নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জন স্টেইনব্যাক, নোয়েল কাওয়ার্ড, রেমন্ড চ্যান্ডলার, অ্যালাইন রবি-গ্রিলেট, এডওয়ার্ড বন্ড, আর্থার সি. ক্লার্ক, লিলিয়ান হেলম্যান, নেল সিমন, প্যাডি চ্যায়েফ্‌স্কি, টম স্টপার্ড, ও টেরেন্স র‍্যাটিগ্যান

বিজয়ী ও মনোনীতগণ

কেনেথ লোনারগান ম্যানচেস্টার বাই দ্য সি (২০১৬)-এর চিত্রনাট্য রচনার জন্য এই পুরস্কার পান।
জর্ডান পিল গেট আউট (২০১৭)-এর চিত্রনাট্য রচনার জন্য প্রথম আফ্রো-মার্কিন হিসেবে এই পুরস্কার পান।
পিটার ফ্যারেলি গ্রিন বুক (২০১৮)-এর চিত্রনাট্য রচনার জন্য নিক ভালেলঙ্গা ও ব্রায়ান কারির সাথে যৌথভাবে এই পুরস্কার পান।

২০১০-এর দশক

বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
২০১০
(৮৩তম)
দ্য কিংস স্পিচ অস্কার বিজয়ী চলচ্চিত্র ডেভিড সেইডলার [1]
অ্যানাদার ইয়ার মাইক লেই
ইনসেপশন ক্রিস্টোফার নোলান
দ্য ফাইটার এরিক জনসন, স্কট সিলভার ও পল ট্যামাসি
দ্য কিডস আর অল রাইট স্টুয়ার্ট ব্লুমবার্গ ও লিসা চলোডেঙ্কো
২০১১
(৮৪তম)
মিডনাইট ইন প্যারিস উডি অ্যালেন [2]
আ সেপারেশন আসগর ফরহাদি
দি আর্টিস্ট অস্কার বিজয়ী চলচ্চিত্র মিশেল আজানাভিস্যুস
ব্রাইডসমেইডস অ্যানি মুমোলো ও ক্রিস্টেন উইগ
মার্জিন কল জে. সি. চ্যান্ডর
২০১২
(৮৫তম)
জ্যাঙ্গো আনচেইন্ড কোয়েন্টিন টারান্টিনো [3]
২০১৩
(৮৬তম)
হার স্পাইক জোন্স [4]
২০১৪
(৮৭তম)
বার্ডম্যান অস্কার বিজয়ী চলচ্চিত্র আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, নিকোলাস জাকোবোন, আলেকসান্দার দিনেলারিস জুনিয়র, ও আরমান্দো বো [5]
২০১৫
(৮৮তম)
স্পটলাইট অস্কার বিজয়ী চলচ্চিত্র টম ম্যাকার্থিজশ সিঙ্গার [6]
২০১৬
(৮৯তম)
ম্যানচেস্টার বাই দ্য সি কেনেথ লোনারগ্যান [7]
২০১৭
(৯০তম)
গেট আউট জর্ডান পিল [8]
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি মার্টিন মাকডনা
দ্য বিগ সিক এমিলি ভি. গর্ডন ও কুমাইল নাঞ্জিয়ানি
লেডি বার্ড গ্রেটা গারউইগ
দ্য শেপ অব ওয়াটার অস্কার বিজয়ী চলচ্চিত্র গিয়ের্মো দেল তোরোভানেসা টেলর
২০১৮
(৯১তম)
গ্রিন বুক অস্কার বিজয়ী চলচ্চিত্র নিক ভালেলঙ্গা, পিটার ফ্যারেলিব্রায়ান কারি [9]
২০১৯
(৯২তম)
প্যারাসাইট অস্কার বিজয়ী চলচ্চিত্র বং জুন-হোহান জিন-ওন [10]
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড কোয়েন্টিন টারান্টিনো
নাইনটিন সেভেনটিন স্যাম মেন্ডেজক্রিস্টি উইলসন-কেয়ার্নস
নাইভস আউট রিয়ান জনসন
ম্যারিজ স্টোরি নোয়া বাউমবাখ

একাধিকবার বিজয়ী ও মনোনীত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "The 83rd Academy Awards (2011) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  2. "The 84th Academy Awards (2012) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  3. "The 85th Academy Awards (2013) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  4. "The 86th Academy Awards (2014) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  5. "The 87th Academy Awards (2015) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  6. "The 88th Academy Awards (2016) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  7. "The 89th Academy Awards (2017) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  8. "The 90th Academy Awards (2018) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  9. "The 91st Academy Awards (2019) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০
  10. "The 92nd Academy Awards (2020) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.