শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কার

শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কার হল একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রদত্ত একাডেমি পুরস্কারের একটি বিভাগ। এটি বিশেষভাবে চলচ্চিত্রের জন্য রচিত মৌলিক গানের জন্য প্রদান করা হয়। গানের গায়কদের এই পুরস্কার প্রদান করা হয় না, যদি না তারা সঙ্গীত, গীত বা কোন একটিতে তাদের স্বত্ব না থাকে। মনোনীত গানসমূহ সাধারণত একাডেমি পুরস্কার আয়োজনে এই পুরস্কারটি প্রদানের পূর্বে পরিবেশিত হয়ে থাকে।

শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)
প্রথম পুরস্কৃত১৯৩৪
সাম্প্রতিকতম বিজয়ীএলটন জন, বার্নি টোপিন
"(আ'ম গনা) লাভ মি অ্যাগেইন" (২০১৯)
ওয়েবসাইটoscars.org

১৯৩৪ সালের চলচ্চিত্রের জন্য ৭ম একাডেমি পুরস্কার থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। একাডেমির সদস্যদের মধ্যে গীতিকার ও সুরকারগণ এই পুরস্কারের মনোনীতদের নির্ধারণ করে থাকেন, এবং একাডেমির সকল সদস্য বিজয়ীদের নির্বাচন করেন। মনোনয়ন ঘোষণার পূর্বে ১৫টি গান ক্ষুদ্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

বিজয়ী ও মনোনীতগণ

২০১০-এর দশক

বছর চলচ্চিত্র গান মনোনীত
২০১০
(৮৩তম)
[1]
টয় স্টোরি ৩ "উই বিলং টুগেদার" র‍্যান্ডি নিউম্যান (সঙ্গীত ও গীত)
১২৭ আওয়ারস "ইফ আই রাইজ" এ আর রহমান (সঙ্গীত); রলো আর্মস্ট্রংডিডো (গীত)
কান্ট্রি স্ট্রং "কামিং হোম" টম ডগলাস, হিলারি লিন্ডসিট্রয় ভার্গেস (সঙ্গীত ও গীত)
ট্যাঙ্গলড "I See the Light" অ্যালান মেনকেন (সঙ্গীত); গ্লেন স্ল্যাটার (গীত)
২০১১
(৮৪তম)
দ্য মাপেটস "ম্যান অর মাপেট" ব্রেট ম্যাকেঞ্জি (সঙ্গীত ও গীত)
রিও "রিয়্যাল ইন রিও" Carlinhos Brown & Sérgio Mendes (সঙ্গীত); Siedah Garrett (গীত)
২০১২
(৮৫তম)
[2]
স্কাইফল "স্কাইফল" অ্যাডেলপল এপওয়ার্থ (সঙ্গীত ও গীত)
চেজিং আইস "Before My Time" J. Ralph (সঙ্গীত ও lyrics)
লে মিজেরাবল "সাডেনলি" Claude-Michel Schönberg (সঙ্গীত); Alain BoublilHerbert Kretzmer (গীত)
লাইফ অব পাই "Pi's Lullaby" মাইকেল ড্যানা (সঙ্গীত); বম্বে জয়শ্রী (গীত)
টেড "এভরিবডি নিডস আ বেস্ট ফ্রেন্ড" ওয়াল্টার মার্ফি (সঙ্গীত); সেথ ম্যাকফারলেন (গীত)
২০১৩
(৮৬তম)
[lower-alpha 1][4]
ফ্রোজেন "লেট ইট গো" Kristen Anderson-Lopez & Robert Lopez (সঙ্গীত ও গীত)
ডেসপিক্যাবল মি ২ "হ্যাপি" ফ্যারেল উইলিয়ামস (সঙ্গীত ও গীত)
হার "দ্য মুন সং" ক্যারেন ও (সঙ্গীত); স্পাইক জোন্স ও ক্যারেন ও (গীত)
ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম "অর্ডিনারি লাভ" ইউটু (সঙ্গীত); বোনো (গীত)
২০১৪
(৮৭তম)
সেলমা "গ্লোরি" Common & John Legend (সঙ্গীত ও গীত)
বিগিন অ্যাগেইন "লস্ট স্টার্স" Gregg Alexander & Danielle Brisebois (সঙ্গীত ও গীত)
বিয়ন্ড দ্য লাইটস "গ্রেটফুল" ডায়ান ওয়ারেন (সঙ্গীত ও গীত)
গ্লেন ক্যাম্পবেল: আই'ল বি মি "I'm Not Gonna Miss You" গ্লেন ক্যাম্পবেলজুলিয়ান রেমন্ড (সঙ্গীত ও গীত)
দ্য লেগো মুভি "এভরিথিং ইজ অসাম" শন প্যাটারসন (সঙ্গীত ও গীত)
২০১৫
(৮৮তম)
[5]
স্পেক্টার "রাইটিংস অন দ্য ওয়াল" জিমি নেপসস্যাম স্মিথ (সঙ্গীত ও গীত)
ফিফটি শেডস অব গ্রে "আর্নড ইট" বেলি, ডিহিয়ালা, Stephan Moccio & The Weeknd (সঙ্গীত ও গীত)
দ্য হান্টিং গ্রাউন্ড "Til It Happens to You" লেডি গাগাডায়ান ওয়ারেন (সঙ্গীত ও গীত)
রেসিং এক্সটিংশন "Manta Ray" J. Ralph (সঙ্গীত); Anohni (গীত)
ইয়ুথ "Simple Song #3" David Lang (সঙ্গীত ও গীত)
২০১৬
(৮৯তম)
[6]
লা লা ল্যান্ড "City of Stars" Justin Hurwitz (সঙ্গীত); Benj Pasek & Justin Paul (গীত)
জিম: দ্য জেমস ফলি স্টোরি "দ্য এম্পটি চেয়ার" J. Ralphস্টিং (সঙ্গীত ও গীত)
লা লা ল্যান্ড "Audition (The Fools Who Dream)" Hurwitz (সঙ্গীত); Pasek & Paul (গীত)
মোয়ানা "How Far I'll Go" Lin-Manuel Miranda (সঙ্গীত ও গীত)
ট্রলস "Can't Stop the Feeling!" Max Martin, Shellback & Justin Timberlake (সঙ্গীত ও গীত)
২০১৭
(৯০তম)
[7]
কোকো "Remember Me" Kristen Anderson-Lopez & Robert Lopez (সঙ্গীত ও গীত)
কল মি বাই ইয়োর নেম "Mystery of Love" Sufjan Stevens (সঙ্গীত ও গীত)
দ্য গ্রেটেস্ট শোম্যান "This Is Me" Benj Pasek & Justin Paul (সঙ্গীত ও গীত)
মার্শাল "Stand Up for Something" Diane Warren (সঙ্গীত); Common & Warren (গীত)
মাডবাউন্ড "Mighty River" Mary J. Blige, Raphael Saadiq & Taura Stinson (সঙ্গীত ও গীত)
২০১৮
(৯১তম)
[8]
আ স্টার ইজ বর্ন "শ্যালো" লেডি গাগা, মার্ক রনসন, Anthony Rossomando & Andrew Wyatt (সঙ্গীত ও গীত)
দ্য ব্যালাড অব বাস্টার স্ক্রাগস "When a Cowboy Trades His Spurs for Wings" David Rawlings & Gillian Welch (সঙ্গীত ও গীত)
ব্ল্যাক প্যান্থার "All the Stars" Kendrick Lamar, Sounwave & Anthony Tiffith (সঙ্গীত); Lamar, SZA & Tiffith (গীত)
ম্যারি পপিন্স রিটার্নস "The Place Where Lost Things Go" Marc Shaiman (সঙ্গীত); Shaiman & Scott Wittman (গীত)
আরবিজি "আই'ল ফাইট" ডায়ান ওয়ারেন (সঙ্গীত ও গীত)
২০১৯
(৯২তম)
রকেটম্যান "(আ'ম গনা) লাভ মি অ্যাগেইন" এলটন জন (সঙ্গীত); Bernie Taupin (গীত)
ব্রেকথ্রো "আ'ম স্ট্যান্ডিং উইথ ইউ" ডায়ান ওয়ারেন (সঙ্গীত ও গীত)
ফ্রোজেন টু "ইনটু দ্য আননোন" Kristen Anderson-Lopez & Robert Lopez (সঙ্গীত ও গীত)
হ্যারিয়েট "স্ট্যান্ড আপ" জশুয়া ব্রায়ান ক্যাম্পবেল ও সিনথিয়া আরিভো (সঙ্গীত ও গীত)
টয় স্টোরি ৪ "আই ক্যান্ট লেট ইউ থ্রো ইয়োরসেলফ অ্যাওয়ে" র‍্যান্ডি নিউম্যান (সঙ্গীত ও গীত)

একাধিকবার বিজয়ী

আরও দেখুন

টীকা

  1. In 2013, a nomination for "Alone Yet Not Alone" from the film of the same name, with music by Bruce Broughton and lyrics by Dennis Spiegel, was revoked prior to voting. The Academy concluded that Broughton's campaigning via personal communication with music branch members was inconsistent with promotional regulations.[3]

তথ্যসূত্র

  1. "The 83rd Academy Awards - 2011"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  2. "The 85th Academy Awards - 2013"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  3. Feinberg, Scott (জানুয়ারি ২৯, ২০১৪), "Academy Disqualifies Oscar-Nominated Song 'Alone Yet Not Alone'", The Hollywood Reporter
  4. "The 86th Academy Awards - 2014"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  5. "The 88th Academy Awards - 2016"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  6. "The 89th Academy Awards - 2017"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  7. "The 90th Academy Awards - 2018"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০
  8. "The 91st Academy Awards - 2019"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০

বহিঃসংযোগ

  • Oscars.org (দাপ্তরিক ওয়েবসাইট)
  • Oscar.com (দাপ্তরিক প্রচারণামূলক ওয়েবসাইট)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.