শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের কাহিনি রচয়িতার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা মুখরাম শর্মা, তিনি অউলাদ ছবির কাহিনি রচনার জন্য এই পুরস্কার অর্জন করেন।

শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
বিবরণশ্রেষ্ঠ কাহিনি রচনার জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৫৫ (১৯৫৪-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতঅনুভব সিনহা
(মুল্‌ক-এর জন্য)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

একাধিকবার বিজয়ী

২ বার

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.