শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের জন্য জি সিনে এন্টারটেইনমেন্ট প্রদত্ত বাৎসরিক পুরস্কার। দর্শকদের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়ে থাকে। ১৯৯৮ সাল থেকে জি সিনে পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা অভিনেত্রীদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ ও ২০১০ সালে পুরস্কার প্রদান বন্ধ ছিল, ২০১১ সাল থেকে পুনরায় এই পুরস্কার প্রদান চালু হয় এবং ২০১৫ সালে কোন পুরস্কার প্রদান করা হয়নি। আলিয়া ভাট এই বিভাগে সর্বাধিক তিনবার পুরস্কার অর্জন করেন। তাবু, কাজল দেবগন, ঐশ্বর্যা রাই বচ্চন, রানী মুখার্জী, বিদ্যা বালান, ও দীপিকা পাড়ুকোন দুইবার করে এই পুরস্কার অর্জন করেন।

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার
বর্তমান বিজয়ী: আলিয়া ভাট
বিবরণদর্শকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য
দেশভারত
পুরস্কারদাতাজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ
প্রথম পুরস্কৃত১৯৯৮ (১৯৯৭-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০২০ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতআলিয়া ভাট
(গল্লি বয়-এর জন্য)
ওয়েবসাইটzeecineawards.com

বিজয়ী ও মনোনীতদের তালিকা

মাধুরী দীক্ষিত দিল তো পাগল হ্যায় (১৯৯৭) ছবিতে অভিনয় করে একবার এই পুরস্কার লাভ করেন।
কাজল দেবগন কুচ কুচ হোতা হ্যায় (১৯৯৮) ও ফনা (২০০৬) ছবিতে অভিনয় করে দুইবার এই পুরস্কার লাভ করেন।
ঐশ্বর্যা রাই বচ্চন হাম দিল দে চুকে সনম (১৯৯৯) ও দেবদাস ছবিতে অভিনয় করে দুইবার এই পুরস্কার লাভ করেন।
তাবু অস্তিত্ব (২০০০) ও চাঁদনী বার (২০০১) ছবিতে অভিনয় করে টানা দুইবার এই পুরস্কার লাভ করেন।
রাণী মুখার্জী হাম তুম (২০০৪) ও ব্ল্যাক (২০০৫) ছবিতে অভিনয় করে টানা দুইবার এই পুরস্কার লাভ করেন।
কারিনা কাপুর জব উই মেট (২০০৭) ছবিতে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।
বিদ্যা বালান ইশ্‌কিয়া (২০১০) ও দ্য ডার্টি পিকচার (২০১১) ছবিতে অভিনয় করে দুইবার এই পুরস্কার লাভ করেন।
দীপিকা পাড়ুকোন চেন্নাই এক্সপ্রেস (২০১৩) ও বাজীরাও মস্তানী (২০১৫) ছবিতে অভিনয় করে দুইবার এই পুরস্কার লাভ করেন।

১৯৯৭-২০০৭

বছর
(আয়োজন)
অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৯৭
(১ম)
মাধুরী দীক্ষিত দিল তো পাগল হ্যায় পূজা [1]
কাজল দেবগন গুপ্ত: দ্য হিডেন ট্রুথ ইশা দিওয়ান
কারিশমা কাপুর দিল তো পাগল হ্যায় নিশা
কারিশমা কাপুর হিরো নাম্বার ওয়ান মীনা নাথ
জুহি চাওলা ইশ্‌ক মধু
১৯৯৮
(২য়)
কাজল দেবগন কুচ কুচ হোতা হ্যায় অঞ্জলি শর্মা [2]
কাজল দেবগন দুশমন সোনিয়া / নয়না সয়গাল
কাজল দেবগন প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া মুসকান ঠাকুর
জুহি চাওলা ডুপ্লিকেট সোনিয়া কাপুর
রাণী মুখার্জী ঘুলাম আলিশা
১৯৯৯
(৩য়)
ঐশ্বর্যা রাই বচ্চন হাম দিল দে চুকে সনম নন্দিনী দুরবার [3]
২০০০
(৪র্থ)
তাবু অস্তিত্ব অদিতি পণ্ডিত [4]
২০০১
(৫ম)
তাবু চাঁদনী বার মুমতাজ আলি আনসারি [5]
২০০২
(৬ষ্ঠ)
ঐশ্বর্যা রাই বচ্চন দেবদাস পার্বতী "পারু" চক্রবর্তী [6]
২০০৩
(৭ম)
উর্মিলা মাতন্ডকর ভূত স্বতী [7]
২০০৪
(৮ম)
রানী মুখার্জী হাম তুম রিয়া প্রকাশ [8]
২০০৫
(৯ম)
রানী মুখার্জী ব্ল্যাক মিশেল ম্যাকনেলি [9]
২০০৬
(১০ম)
কাজল দেবগন ফনা জুনি আলি বেগ [10]
২০০৭
(১১তম)
কারিনা কাপুর জব উই মেট গীত ধীলন [11]

২০১০-এর দশক

বছর
(আয়োজন)
অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
২০১০
(১২তম)
বিদ্যা বালান ইশ্‌কিয়া কৃষ্ণা বর্মা [12]
অনুষ্কা শর্মা ব্যান্ড বাজা বারাত শ্রুতি কাকর
ঐশ্বর্যা রাই বচ্চন গুজারিশ সোফিয়া ডিসুজা
কাজল দেবগন মাই নেম ইজ খান মন্দিরা খান
কারিনা কাপুর গোলমাল ৩ ডাবু
ক্যাটরিনা কাইফ রাজনীতি ইন্দু প্রতাপ সিং
দীপিকা পাড়ুকোন ব্রেক কে বাদ আলিয়া খান
২০১১
(১৩তম)
বিদ্যা বালান দ্য ডার্টি পিকচার রেশমা / সিল্ক [13]
কঙ্গনা রানাওয়াত তনু ওয়েডস মনু তনুজা "তনু" ত্রিবেদী
কারিনা কাপুর বডিগার্ড দিব্যা
ক্যাটরিনা কাইফ জিন্দগী না মিলেগী দোবারা লায়লা
প্রিয়াঙ্কা চোপড়া ৭ খুন মাফ সুজানা অ্যানা-ম্যারি জোহানেস
২০১২
(১৪তম)
প্রিয়াঙ্কা চোপড়া বর্ফী! ঝিলমিল চ্যাটার্জী [14]
কারিনা কাপুর তালাশ: দ্য আনসার লাইজ উইদিন রোজি / সিমরান
দীপিকা পাড়ুকোন ককটেল ভেরোনিকা মেলানি
বিদ্যা বালান কাহানী বিদ্যা ভেঙ্কটশন বাগচী
শ্রীদেবী ইংলিশ ভিংলিশ শশী গোদবোলে
২০১৩
(১৫তম)
দীপিকা পাড়ুকোন চেন্নাই এক্সপ্রেস মিনালোচনী "মিনাম্মা" আজাগুসুন্দরম [15]
দীপিকা পাড়ুকোন গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা লীলা সনেরা
দীপিকা পাড়ুকোন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি নয়না তলবার
পরিণীতি চোপড়া শুদ্ধ দেশী রোম্যান্স গায়েত্রী
শ্রদ্ধা কাপুর আশিকি ২ আরোহী কেশব শিখরে
সোনম কাপুর রন্‌ঝনা জোয়া হায়দার
২০১৫
(১৬তম)
দীপিকা পাড়ুকোন বাজীরাও মস্তানী মাস্তানি [16]
অনুষ্কা শর্মা এনএইচ১০ মীরা
কঙ্গনা রানাওয়াত তনু ওয়েডস মনু রিটার্নস তনুজা "তনু" ত্রিবেদী / কুমারী "কুসুম" সগনান
দীপিকা পাড়ুকোন পিকু পিকু ব্যানার্জি
প্রিয়াঙ্কা চোপড়া দিল ধড়কনে দো আয়েশা মেহরা
প্রিয়াঙ্কা চোপড়া বাজীরাও মস্তানী কাশিবাঈ
২০১৬
(১৭তম)
অনুষ্কা শর্মা সুলতান আরফা আলি খান [17]
আলিয়া ভাট ডিয়ার জিন্দগী কাইরা
আলিয়া ভাট উড়তা পাঞ্জাব মেরি জেন / বাউরিয়া
তাপসী পান্নু পিঙ্ক মীনাল আরোরা
ফাতিমা সানা শেখ দঙ্গল গীতা ফোগাট
সোনম কাপুর নীরজা নীরজা ভনোট
২০১৭
(১৮তম)
আলিয়া ভাট বদ্রীনাথ কী দুলহানিয়া বৈদেহী ত্রিবেদী [18]
কৃতি স্যানন বরেলী কী বর্ফী বিট্টি মিশ্র
জাইরা ওয়াসিম সিক্রেট সুপারস্টার ইনসিয়া মালিক
বিদ্যা বালান তুমহারী সুলু সুলোচনা / সুলু
ভূমি পেডনেকর টয়লেট: এক প্রেম কথা জয়া শর্মা
শ্রীদেবী মম দেবকী সবরওয়াল
২০১৮
(১৯তম)
আলিয়া ভাট রাজি সেহমত খান [19]
অনুষ্কা শর্মা সুই ধাগা মমতা
কারিনা কাপুর বীরে দি ওয়েডিং কালিন্দী পুরি
তাপসী পান্নু মুল্‌ক আরতি মালহোত্রা
দীপিকা পাড়ুকোন পদ্মাবত পদ্মাবতী
সোনম কাপুর বীরে দি ওয়েডিং অবনি শর্মা
২০১৯
(২০তম)
আলিয়া ভাট গলি বয় সাফিনা ফিরদৌসী [20]
কারিনা কাপুর গুড নিউজ দীপ্তি "দীপু" বাত্রা
কিয়ারা আডবাণী কবির সিং প্রীতি সিক্কা
কৃতি স্যানন লুকা ছুপি রেশমি ত্রিবেদী
রাকুল প্রীত সিং দে দে প্যায়ার দে আয়শা খুরানা
শ্রদ্ধা কাপুর ছিছোড়ে মায়া

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ZCA 1998 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  2. "ZCA 1999 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  3. "ZCA 2000 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  4. "ZCA 2001 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  5. "ZCA 2002 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  6. "ZCA 2003 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  7. "ZCA 2004 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  8. "ZCA 2005 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  9. "ZCA 2006 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  10. "ZCA 2007 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  11. "ZCA 2008 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  12. "ZCA 2011 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  13. "ZCA 2012 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  14. "ZCA 2013 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  15. "ZCA 2014 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  16. "ZCA 2016 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  17. "ZCA 2017 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  18. "ZCA 2018 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  19. "Zee Cine Awards full winners list: Ranbir Kapoor and Deepika Padukone win big"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯
  20. "ZEE CINE AWARDS 2020, VOTE NOW... DECIDE WHO WINS!"Zee Cine Awards 2020 (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.